‘মাদার তেরেসা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড ২০২৩’ সম্মাননা পেলেন দক্ষিণ আফ্রিকার অনারারি কনস্যুল ও শেঠ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক বাংলাদেশের ব্যবসায়ী মোহাম্মদ সোলাইমান আলম শেঠ।
মাদার তেরেসার ১১৩তম জন্মদিন উদ্যাপন উপলক্ষে গত শনিবার দুবাইয়ে এই অ্যাওয়ার্ড শো-এর অনুষ্ঠান হয়।
জনসেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ চট্টগ্রামের সন্তান ব্যবসায়ী সোলাইমান আলম শেঠকে এই সম্মাননা দেন ইন্টারন্যাশনাল কনভেনর অব মাদার তেরেসা অ্যাওয়ার্ড কমিটি। সম্মাননার প্রধান পৃষ্ঠপোষক পশ্চিম বাংলার সাবেক গভর্নর ও কলকাতার সাবেক চিফ জাস্টিস পুরস্কার প্রদান করেন।
সম্মাননা নেওয়ার সময় সোলাইমান আলম শেঠ মাদার তেরেসার প্রশংসা করে বলেন, ‘মাদার তেরেসার মতো একজন মহীয়সী নারী সারা জীবন মানুষের কল্যাণে নিবেদিতপ্রাণ ছিলেন। তিনি নিজের জীবনের কথা না ভেবে আমৃত্যু মানবকল্যাণে জীবন উৎসর্গ করে গেছেন। এমন একজন মহীয়সী নারীর নামে প্রদত্ত অ্যাওয়ার্ড দেওয়ার জন্য মনোনীত করায় ধন্যবাদ জানাই।’ পরে নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।