সম্প্রতি দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান জিপিএইচ ইস্পাত লিমিটেড এবং প্রফেশনাল স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন যৌথভাবে ঢাকার একটি পাঁচতারা হোটেলে ‘হাই স্ট্রেংথ স্টিল: ইমপ্রুভিং আর্থকোয়েক রেসিলিয়েন্স’ শীর্ষক একটি সেমিনারের আয়োজন করেছে। সেমিনারে উচ্চ শক্তির ইস্পাতের বৈশিষ্ট্য, প্রচলিত স্টিলের তুলনায় এর সুবিধা এবং সিসমিক-প্রতিরোধী ডিজাইনের সম্ভাব্য প্রয়োগসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
এ ছাড়াও অনুষ্ঠানটিতে বিভিন্ন কেস স্টাডিজ, ভূমিকম্পের স্থিতিস্থাপকতা উন্নত করতে বহির্বিশ্বে উচ্চ শক্তির ইস্পাত ব্যবহারের বাস্তব উদাহরণসমূহ আলোচনায় তুলে ধরা হয়।
বুয়েটের প্রাক্তন শিক্ষক প্রফেসর ড. শামীম জেড বসুনিয়া এবং প্রফেসর ড. সৈয়দ ফকরুল আমীন, বুয়েটের শিক্ষক প্রফেসর ড. রাকিব আহসান, ইঞ্জি. মোনায়েম হোসেন শোয়েব, ইঞ্জি. আব্দুল্লাহ আল হোসাইন চৌধুরী (রিজভী), ইঞ্জি. এ কে এম সাইফুল বারী, ইঞ্জি. মো
. সামছুল আলম এবং প্রফেশনাল স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের (পিএসইএ) অন্যান্য সদস্যবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন জিপিএইচ ইস্পাত লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ আলমগীর কবির, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলমাস শিমুল, পরিচালক মোহাম্মদ আশরাফুজ্জামান, পরিচালক মোঃ আব্দুল আহাদসহ কোম্পানির মার্কেটিং এবং কারিগরি সহায়তা বিভাগের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।