হোম > অর্থনীতি > করপোরেট

ডিবিএল সিরামিকস বিজনেস কনফারেন্সে ২০২১

সম্প্রতি গাজীপুরের একটি রিসোর্টে ‘শ্রেষ্ঠত্বের পথে অবিরাম’ স্লোগানে ডিবিএল সিরামিকসের বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নিয়েছেন সারা দেশ থেকে আসা ডিবিএল সিরামিকসের সকল ডিলারগণ। কনফারেন্সের দিনব্যাপী বর্ণিল আয়োজনে নানা কার্যক্রমে অংশ নেন ডিবিএল সিরামিকের ডিলারগণ ও সহকর্মীরা। 

গত শনিবার সন্ধ্যায় গাজিপুরের একটি রিসোর্টে এটি অনুষ্ঠিত হয় বলে প্রতিষ্ঠানটি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিবিএল গ্রুপ এর ডিএমডি এম এ কাদের, ডিবিএল সিরামিকস এর জিএম মোহাম্মদ বায়েজিদ বাশার এবং হেড অব সেলস এম আবু হাসিব রন।

বিজনেস কনফারেন্সে ডিবিএল গ্রুপ ও ডিবিএল সিরামিকস এর ঊর্ধ্বতন কর্মকর্তারা বক্তব্য রাখেন। এ ছাড়াও ডিবিএল সিরামিকসের বিজনেস পার্টনারদের সেরা পারফরমেন্স অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

অনুষ্ঠানে ডিবিএল গ্রুপের ডিএমডি এম এ কাদের বলেন, ‘ডিবিএল গ্রুপ সূচনালগ্ন থেকেই দেশের আর্থসামাজিক উন্নয়নে কাজ করে চলেছে। ডিবিএল সিরামিকস তারই একটি প্রয়াস। ডিবিএল সিরামিকসের স্টাইল, গুণমান, অ্যাডভান্সড টেকনোলোজি ও নির্ভরযোগ্য পারফরম্যান্স মানুষের আস্থা অর্জন করেছে। আমার দৃঢ় বিশ্বাস, সারা দেশের সম্মানিত ডিলারগণের নিরলস পরিশ্রমের ফসল আমাদের এই সফলতা। আপনারা আছেন বলেই আমরা স্বপ্ন দেখার সাহস পাই, এগিয়ে যাওয়ার শক্তি পাই। আপনাদের অদম্য প্রচেষ্টাই আমাদের শ্রেষ্ঠত্বের পথে অবিরাম ছুটে চলার অনুপ্রেরণা। তাই এই অনুপ্রেরণা নিয়েই সব সময়ের মতো আগামী দিনগুলোতেও ডিবিএল সিরামিকস সুনাম ও গৌরবের সাথে সামনে এগিয়ে যাবে।’

ডিবিএল সিরামিকসের সকল সম্মানিত ডিলারদের উদ্দেশ্য করে জিএম মোহাম্মদ বায়েজিদ বাশার বলেন, ‘আমাদের এবারের স্লোগান 'শ্রেষ্ঠত্বের পথে অবিরাম'। আমি মনে প্রাণে বিশ্বাস করি, আপনারা এখন সবাই যেভাবে শ্রেষ্ঠত্বের পথে অবিচল আছেন, সেভাবে সামনেও থাকবেন। ডিবিএল সিরামিকস-এর প্রতি আপনাদের অগাধ আস্থা ও ভালোবাসা তারই প্রমাণ। আপনারাই আমাদের মূল চালিকা শক্তি। আপনারা যেভাবে শ্রম ও মেধা দিয়ে আমাদের এগিয়ে নিয়ে যাচ্ছেন তা সত্যিই প্রশংসার দাবিদার।’

 ২০১৭ সাল থেকে ডিবিএল সিরামিকস বাহারি ও আধুনিক ডিজাইন এবং প্রিমিয়াম মানের সিরামিক টাইলস উৎপাদন ও বাজারজাতকরণ করে আসছে। পাশাপাশি দেশকে আর্থসামাজিকভাবে উন্নত ও সমৃদ্ধিশালী করার জন্যও কাজ করছে। ভবিষ্যতে বিশ্বজুড়ে সেরা মানের টাইলস প্রদান নিশ্চিত করার লক্ষ্যকে সামনে রেখে নিজের পরিকল্পনার বাস্তবায়ন করে চলছে ডিবিএল সিরামিকস। 

চট্টগ্রামে ওয়ালটন পণ্যের ক্রেতাদের হাতে উপহার হস্তান্তর

কক্সবাজারে এমজিআইয়ের বার্ষিক সেলস কনফারেন্স

ষষ্ঠবারের মতো এইচএসবিসি এক্সপোর্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেল ডিবিএল গ্রুপ

আইএফআইসি ব্যাংকের পরিচালনা পর্ষদের জন্য মানি লন্ডারিং প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

পিএসটিসি স্টুয়ার্ডশিপ অ্যাওয়ার্ড পেলেন ড. নূর মোহাম্মদ

ইবিএল ডিজিটাল এক্সিলেন্স অ্যাওয়ার্ডস পেল ফুডি

জেবিএস হোল্ডিংসের ফ্ল্যাট কিনলে বিশেষ ছাড় পাবেন প্রাইম ব্যাংকের গ্রাহকেরা

র‍্যাংগ্‌স ইলেকট্রনিকস ও র‍্যাডিসন ব্লুর মধ্যে সমঝোতা স্মারক সই

ফজলে হাসান আবেদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ

ট্রাভেল ও ট্যুরিজম অ্যাওয়ার্ড: লিড স্পনসর ‘গ্যালাক্সি’, হসপিটালিটি পার্টনার ইন্টারকন্টিনেন্টাল ঢাকা