সর্বোত্তম ব্যাংকিং সেবার প্রতিশ্রুতি নিয়ে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির (ইউসিবি) ফ্যালকন মার্ট উপশাখার উদ্বোধন করা হয়েছে। গত বৃহস্পতিবার এই উপশাখার উদ্বোধন করা হয়।
ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আরিফ কাদরীর সভাপতিত্বে ফ্যালকন মার্ট চত্বরে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিমান বাহিনীর ঘাঁটি বাশারের এয়ার অফিসার কমান্ডিং এয়ার ভাইস মার্শাল শরিফ উদ্দীন সরকার। বিশেষ অতিথি ছিলেন পরিচালক (অর্থ) এয়ার কমোডর জামিল উদ্দিন আহমেদ, বিইউপি। স্বাগত বক্তব্য দেন ইউসিবির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এ টি এম তাহমিদুজ্জামান।
প্রধান অতিথির বক্তব্যে এয়ার ভাইস মার্শাল শরিফ উদ্দীন সরকার বলেন, ‘বিমান বাহিনীর স্লোগান হচ্ছে, ‘বাংলার আকাশ রাখিব মুক্ত’। ইউসিবি বিমান বাহিনীর সদস্যদের ব্যাংকিং সেবা দেওয়ার মাধ্যমে আর্থিক লেনদেন ও হিসাব নিরাপদ রাখবে বলে আমি আশা করি।’
শরিফ উদ্দীন আরও বলেন, ‘ব্যক্তির আর্থিক হিসাব অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যাংক এই কাজে সহায়তা করে। ইউসিবি প্রথম বেসরকারি ব্যাংক, যারা সেনানিবাস এলাকায় তাদের কার্যক্রম পরিচালনার সুযোগ পেয়েছে। তারা এই সুযোগের সদ্ব্যবহার করে সেনানিবাসের সবার ব্যাংকে পরিণত হবে।’
সভাপতির বক্তব্যে ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আরিফ কাদরী বলেন, ‘ইউসিবি দীর্ঘ চার দশক ধরে সারা দেশে সুনামের সঙ্গে ব্যাংকিং সেবা দিচ্ছে। সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে গ্রাহকচাহিদা বিবেচনায় নিয়ে ব্যাংকিং সেবাকে আধুনিক, নিরাপদ, সহজ ও গ্রাহকবান্ধব করতে ইউসিবি সর্বোচ্চ উদ্যোগ নিয়েছে। তারই ধারাবাহিকতায় ফ্যালকন মার্টে বিমান বাহিনীর সদস্যদের আর্থিক সেবা দেওয়ার দায়িত্ব নিয়েছে। বিমান বাহিনীর সদস্যদের চাহিদা বিবেচনায় নিয়ে সব ধরনের ব্যাংকিং সেবা দেওয়ার ব্যাপারে ইউসিবি প্রতিশ্রুতিবদ্ধ।’