মোংলা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (মোংলা ইপিজেড) ব্যাগ ও লাগেজ প্রস্তুত কারখানা স্থাপনের জন্য বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার (বেপজা) সঙ্গে বাংলাদেশি প্রতিষ্ঠান মেসার্স অ্যাডভেঞ্চার ব্যাগ অ্যান্ড লাগেজ ফ্যাক্টরি লিমিটেড চুক্তি সই করেছে।
সম্পূর্ণ দেশীয় মালিকানাধীন এই প্রতিষ্ঠানটি ১ কোটি ৯৯ লাখ মার্কিন ডলার বিনিয়োগে বার্ষিক ৩১ লাখ ৩০ হাজার ব্যাকপ্যাক, সফট লাগেজ, হার্ড লাগেজ, ডাফ্ল ট্রলি, লেডিস হ্যান্ড ব্যাগ প্রভৃতি উৎপাদন করবে। কারখানাটিতে ১৫৩০ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) আলী রেজা মজিদ ও অ্যাডভেঞ্চার ব্যাগ অ্যান্ড লাগেজ ফ্যাক্টরি লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ ইশতিয়াক পরাগ গত ১৫ জুন ঢাকার বেপজা কমপ্লেক্সে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান, এনডিসি, পিএসসি চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেপজার সদস্য (প্রকৌশল) মোহাম্মদ ফারুক আলম, সদস্য (অর্থ) নাফিসা বানু, নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসেন প্রমুখ।