হোম > অর্থনীতি > করপোরেট

সোশ্যাল ইসলামী ব্যাংক ও ওয়েস্টার্ন ইউনিয়নের রেমিট্যান্স ক্যাম্পেইন শুরু

সোশ্যাল ইসলামী ব্যাংক ও ওয়েস্টার্ন ইউনিয়নের রেমিট্যান্স ক্যাম্পেইন শুরু হয়েছে। গতকাল সোমবার প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ক্যাম্পেইনের উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম।

ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ফোরকানুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপব্যবস্থাপনা পরিচালক আব্দুল হান্নান খান ও মোহাম্মদ হাবীবুর রহমান এবং ওয়েস্টার্ন ইউনিয়নের সাউথ এশিয়ার রিজিওনাল অপারেশনস ম্যানেজার শিহাব হাসান।

এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের চিফ রেমিট্যান্স অফিসার মাজহারুল হক, মার্কেটিং অ্যান্ড ব্র্যান্ড কমিউনিকেশন ডিভিশনের প্রধান মো. মনিরুজ্জামান, ট্রেজারি বিভাগের প্রধান মোহাম্মদ আহসান হাবিব, ওয়েস্টার্ন ইউনিয়নের বিজনেস ডেভেলপমেন্টের (বাংলাদেশ) সিনিয়র স্পেশালিস্ট মো. তাওহিদুর রহমান এবং ব্যাংকের বিভিন্ন বিভাগীয় প্রধান ও ঊর্ধ্বতন নির্বাহীরা। এ ছাড়া ব্যাংকের আঞ্চলিক প্রধানেরা, সব শাখার ব্যবস্থাপক ও উপশাখার ইনচার্জরা ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত ছিলেন। ওয়েস্টার্ন ইউনিয়নের সঙ্গে যৌথভাবে এই ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম বলেন, ‘দেশের অর্থনীতির চাকা আরও গতিশীল করে রেমিট্যান্স। প্রবাসী বাংলাদেশিদের ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে রেমিট্যান্স পাঠানো উৎসাহিত করতেই এই ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে।’

জাফর আলম আরও বলেন, ‘ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে টাকা পাঠালে ক্যাশ রিসিভারকে নিশ্চিত আকর্ষণীয় একটি পুরস্কার দেওয়া হবে। ক্যাম্পেইন শেষে ভাগ্যবান বিজয়ীকে পবিত্র ওমরাহ করার সুযোগ করে দেওয়া হবে।’

চট্টগ্রামে ওয়ালটন পণ্যের ক্রেতাদের হাতে উপহার হস্তান্তর

কক্সবাজারে এমজিআইয়ের বার্ষিক সেলস কনফারেন্স

ষষ্ঠবারের মতো এইচএসবিসি এক্সপোর্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেল ডিবিএল গ্রুপ

আইএফআইসি ব্যাংকের পরিচালনা পর্ষদের জন্য মানি লন্ডারিং প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

পিএসটিসি স্টুয়ার্ডশিপ অ্যাওয়ার্ড পেলেন ড. নূর মোহাম্মদ

ইবিএল ডিজিটাল এক্সিলেন্স অ্যাওয়ার্ডস পেল ফুডি

জেবিএস হোল্ডিংসের ফ্ল্যাট কিনলে বিশেষ ছাড় পাবেন প্রাইম ব্যাংকের গ্রাহকেরা

র‍্যাংগ্‌স ইলেকট্রনিকস ও র‍্যাডিসন ব্লুর মধ্যে সমঝোতা স্মারক সই

ফজলে হাসান আবেদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ

ট্রাভেল ও ট্যুরিজম অ্যাওয়ার্ড: লিড স্পনসর ‘গ্যালাক্সি’, হসপিটালিটি পার্টনার ইন্টারকন্টিনেন্টাল ঢাকা