ফার্মাসিউটিক্যাল কোম্পানি এসিআই প্রথমবারের মতো ইউএসএফডিএ অনুমোদিত নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের ফ্যাক্টরি থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের ইনকরপোরেটেডে ওষুধ রপ্তানি করেছে। এ অর্জনকে স্মরণীয় করে রাখতে আজ বৃহস্পতিবার হোটেল ইন্টার কন্টিনেন্টালে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে এসিআই গ্রুপের চেয়ারম্যান এম আনিস উদ দৌলা বলেন, ‘এটি নতুন মাইলফলক। এটি এসিআইয়ের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে এবং বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে অনন্য অর্জন হিসেবে গণ্য হবে। এই অর্জনের সঙ্গে সঙ্গে এসিআই বিশ্ববাজারে নিজেদের অবস্থান আরও সুসংহত করেছে। এটি শুধু এসিআই নয়, বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির জন্য গর্ব।’
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম, ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ ইউসুফ, এসিআই গ্রুপের চেয়ারম্যান এম আনিস উদ দৌলা, এসিআই গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ড. আরিফ দৌলা, এসিআই হেলথ কেয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এম মুহিবুজ জামান, সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এসিআইয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।