দি সিটি ব্যাংক ও বিয়াক ইন্টারন্যাশনাল ইন্টার-ইউনিভার্সিটি আরবিট্রেশন কনটেস্ট-২০২২-এর ফাইনাল অনলাইনে অনুষ্ঠিত হয়েছে। গত রোববার ফাইনালে পাকিস্তানের বাহরিয়া ইউনিভার্সিটির দল ক্লেইমেন্ট এবং ভূইয়া একাডেমি রেসপন্ডেন্ট হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করে। এতে বাহরিয়া ইউনিভার্সিটি জয়ী হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ ইন্টারন্যাশনাল আরবিট্রেশন সেন্টারের (বিয়াক) চেয়ারম্যান মাহবুবুর রহমান বলেন, ‘ভবিষ্যৎ আইন পেশাজীবীদের আদালতের বাইরে বাণিজ্যিক বিরোধ নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় দক্ষতা ও শিক্ষা সম্পর্কে সচেতন হতে হবে। কারণ এখন অনেক বিবদমান পক্ষ বাণিজ্যিক বিরোধ নিষ্পত্তির জন্য আরবিট্রেশনকে বেছে নিচ্ছে। বিয়াক দেশ-বিদেশের আইনের শিক্ষার্থীদের আরবিট্রেশন প্রক্রিয়ার বৈশিষ্ট্যগুলো শেখানোর পাশাপাশি সম্পূর্ণ আরবিট্রেশন প্রসেস দেখানোর জন্য এই উদ্যোগ গ্রহণ করেছে।
জাতীয় ও আন্তর্জাতিক আইনের শিক্ষার্থীদের বিকল্প বিরোধ নিষ্পত্তি পদ্ধতিসমূহ সম্পর্কে ব্যবহারিক জ্ঞান দিতে এবং বাস্তব জীবনের পরিস্থিতিতে বিরোধে লিপ্ত পক্ষদ্বয়ের চরিত্রে অভিনয় করে একটি বাস্তব কেইসের আরবিট্রেশন করার সুযোগ তৈরি করে দেওয়ার লক্ষ্যে বিয়াক এই আরবিট্রেশন প্রতিযোগিতার আয়োজন করে। নেপাল, পাকিস্তান এবং বাংলাদেশ থেকে আটটি বিশ্ববিদ্যালয় এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। যার একমাত্র স্পনসর ছিল দি সিটি ব্যাংক লিমিটেড।
অনুষ্ঠানে অতিথি সিটি ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মাহিয়া জুনেদ বলেন, ‘বাংলাদেশের আদালতে মামলার একটি বিশাল জট রয়েছে যা এডিআরের মাধ্যমে সাশ্রয়ী এবং দ্রুত নিষ্পত্তি করা সম্ভব।’
বিয়াকের জেনারেল ম্যানেজার মাহবুবা রহমান রুনা, সহকারী কাউন্সেলস খুশনুমা খান ও সাল সাবিল চৌধুরী ওই অনলাইন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।