হোম > অর্থনীতি > করপোরেট

রাজশাহীতে প্রকৌশলীদের নিয়ে সেমিনার জিপিএইচ ইস্পাতের

ইস্পাত উৎপাদনকারী প্রতিষ্ঠান জিপিএইচ ইস্পাত লিমিটেড স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারদের নিয়ে সেমিনার করেছে। সম্প্রতি রাজশাহীর একটি সম্মেলন কেন্দ্রে এই সেমিনারের আয়োজন করা হয়। 

সেমিনারের প্রতিপাদ্য ছিল ‘কান্ট্রি’স অনলি হাই স্ট্রেন্থ  অ্যান্ড হাই পারফর্মিং স্টিল জিপিএইচ স্টিল কোয়ান্টাম বি৬০০ সি-আর অ্যান্ড বি৬০০ ডি-আর: ইম্প্রুভিং আর্থকোয়েক রেজিলেন্স’। সেমিনারে উচ্চশক্তির ইস্পাতের বৈশিষ্ট্য, প্রচলিত স্টিলের তুলনায় এর সুবিধা ও ভূমিকম্প সহনীয় ডিজাইনের ব্যবহারসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। এ ছাড়া অনুষ্ঠানে বিভিন্ন কেস স্টাডিজ, বহির্বিশ্বে ভূমিকম্প সহনীয় স্ট্রাকচারাল ডিজাইনে উচ্চ শক্তির ইস্পাত ব্যবহারের বাস্তব উদাহরণগুলো আলোচনায় তুলে ধরা হয়। 

অনুষ্ঠানে বক্তব্য দেন দেশবরেণ্য প্রকৌশলী বুয়েটের সাবেক খ্যাতিমান অধ্যাপক এম শামীম জেড বসুনিয়া। দৃঢ় ও মজবুত কাঠামো নির্মাণে মানসম্পন্ন স্টিল ও কংক্রিট ব্যবহারের গুরুত্ব এবং টেকসই স্থাপনা নির্মাণের ক্ষেত্রে প্রকৌশলীদের যে বিষয়গুলো সম্পর্কে গুরুত্ব দেওয়া আবশ্যক সে বিষয়গুলো তিনি বক্তব্যে তুলে ধরেন। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক এন এইচ এম কামরুজ্জামান সরকার এবং একই বিভাগের অধ্যাপক মো. আবু সাইদ। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী ওয়াসার উপব্যবস্থাপনা পরিচালক মো. আল্লা হাফিজ এবং নির্বাহী প্রকৌশলী (সিভিল) মো. মাহবুবুর রহমান। রাজশাহী বিভাগের বিভিন্ন এলাকা থেকে আগত পুরকৌশল ও স্থাপত্য ক্ষেত্রের ইঞ্জিনিয়াররা সেমিনারে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। 

জিপিএইচ ইস্পাতের উপদেষ্টা (টেকনিক্যাল সাপোর্ট) মোশাররফ হোসেন, গবেষণা ও উন্নয়ন বিভাগের প্রধান মো. সাইফুল ইসলাম, বিক্রয় ও বিপণন প্রধান (ট্রেড) মীর মাফজুলুর রহিম, ব্যবস্থাপক (টেকনিক্যাল সাপোর্ট) পার্থ কর্মকার এবং প্রতিষ্ঠানটির বিক্রয় ও বিপণন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চট্টগ্রামে ওয়ালটন পণ্যের ক্রেতাদের হাতে উপহার হস্তান্তর

কক্সবাজারে এমজিআইয়ের বার্ষিক সেলস কনফারেন্স

ষষ্ঠবারের মতো এইচএসবিসি এক্সপোর্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেল ডিবিএল গ্রুপ

আইএফআইসি ব্যাংকের পরিচালনা পর্ষদের জন্য মানি লন্ডারিং প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

পিএসটিসি স্টুয়ার্ডশিপ অ্যাওয়ার্ড পেলেন ড. নূর মোহাম্মদ

ইবিএল ডিজিটাল এক্সিলেন্স অ্যাওয়ার্ডস পেল ফুডি

জেবিএস হোল্ডিংসের ফ্ল্যাট কিনলে বিশেষ ছাড় পাবেন প্রাইম ব্যাংকের গ্রাহকেরা

র‍্যাংগ্‌স ইলেকট্রনিকস ও র‍্যাডিসন ব্লুর মধ্যে সমঝোতা স্মারক সই

ফজলে হাসান আবেদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ

ট্রাভেল ও ট্যুরিজম অ্যাওয়ার্ড: লিড স্পনসর ‘গ্যালাক্সি’, হসপিটালিটি পার্টনার ইন্টারকন্টিনেন্টাল ঢাকা