বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠান বিউটিফুল মাইন্ড স্কুলের সঙ্গে চুক্তি সই করেছে ব্যাংক এশিয়া লিমিটেড। এই বিদ্যালয়ের স্টুডেন্ট ফি অনলাইন ব্যাংকিং ও মোবাইল অ্যাপ প্ল্যাটফর্মের মাধ্যমে সংগ্রহের জন্য এই চুক্তি সই হয়েছে।
ব্যাংক এশিয়ার অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এ এন এম মাহফুজ এবং বিউটিফুল মাইন্ডের অধ্যক্ষ শামীম মতিন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।
বিউটিফুল মাইন্ডের উপাধ্যক্ষ মমতাজ সুলতানা এবং ব্যাংক এশিয়ার এফভিপি ও হেড অব অলটারনেটিভ ডেলিভারি চ্যানেল মো. মনিরুজ্জামান খান এ সময় উপস্থিত ছিলেন।