হোম > অর্থনীতি > করপোরেট

রমণীর সঙ্গে ব্র্যাক ব্যাংকের চুক্তি সই

‘তারা’, প্রিমিয়াম ব্যাংকিং বিভিন্ন কার্ডহোল্ডারদের জন্য দারুণ সব সুযোগ-সুবিধা নিয়ে আসার লক্ষ্যে প্রফেশনাল বিউটি সার্ভিস দেওয়া অনলাইন প্ল্যাটফর্ম রমণী সার্ভিসেস লিমিটেডের সঙ্গে চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক। গত ২১ মে ঢাকায় ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে এই চুক্তি সই হয়। 

চুক্তি সই অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব রিটেইল ব্যাংকিং মো. মাহীয়ুল ইসলাম, হেড অব ‘তারা’, আগামী অ্যান্ড প্রিমিয়াম ব্যাংকিং মেহরুবা রেজা, হেড অব অ্যালায়েন্সেস আশরাফুল ইসলাম এবং রমণী সার্ভিসেস লিমিটেডের পক্ষে ছিলেন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক ইবনে হায়দার, চিফ টেকনোলজি অফিসার আবিদুর রহমান মল্লিকসহ উভয় প্রতিষ্ঠানের বিভিন্ন কর্মকর্তা। 

চুক্তির আওতায় ব্র্যাক ব্যাংকের কার্ডহোল্ডাররা বেশ কিছু এক্সক্লুসিভ অফার উপভোগ করতে পারবেন। এগুলোর মধ্যে রয়েছে, ব্র্যাক ব্যাংক কার্ডহোল্ডারদের জন্য রমণীর সব সেবার ওপর ১০ পারসেন্ট ছাড়। তবে, ‘তারা’ এবং প্রিমিয়াম ব্যাংকিং ডেবিট কার্ডহোল্ডারদের জন্য এই ছাড়ের পরিমাণ ১১ পারসেন্ট। এ ছাড়া ‘তারা’ কার্ডহোল্ডাররা ৫ হাজার টাকা পর্যন্ত ওয়েলকাম ডিসকাউন্ট উপভোগ করতে পারবেন, যা ৫০০ টাকা করে প্রথম ১০ বার সেবা নেওয়ার সময় উপভোগ করা যাবে। সঙ্গে থাকছে ‘তারা’ এবং প্রিমিয়াম ব্যাংকিং কার্ডহোল্ডারদের ক্রমবর্ধমান ব্যাংকিং প্রয়োজন মেটাতে তাঁদের জন্য ব্র্যাক ব্যাংকের নিয়ে আসা বিশেষায়িত ব্যাংকিং প্যাকেজ। 

চুক্তির বিষয়ে মো. মাহীয়ুল ইসলাম বলেন, ‘আমাদের কার্ডহোল্ডারদের এক্সক্লুসিভ সুযোগ-সুবিধা দেওয়ার লক্ষ্যে আমরা রমণী সার্ভিসেস লিমিটেডের সঙ্গে চুক্তি করতে পেরে অত্যন্ত আনন্দিত। এই চুক্তি গ্রাহকদের লাইফ স্টাইলসহ বিভিন্ন প্রিমিয়াম সেবা দেওয়ার বিষয়ে ব্র্যাক ব্যাংকের ব্যক্ত করা প্রতিশ্রুতির প্রমাণ। আমরা বিশ্বাস করি, এই চুক্তি আমাদের ‘তারা’, প্রিমিয়াম ব্যাংকিং এবং বিভিন্ন কার্ডহোল্ডারদের জন্য ব্যতিক্রমী সেবা নিয়ে আসবে। এর ফলে তাঁদের জীবন হয়ে উঠবে আরও সহজ এবং সুন্দর।’ 

ব্র্যাক ব্যাংক সব সময় গ্রাহকদের দারুণ সব সেবা দিতে উদ্ভাবনী প্রচেষ্টা অব্যাহত রাখে। দেশের স্বনামধন্য ব্র্যান্ড এবং আউটলেটগুলোর সঙ্গে ব্যাংকটির অংশীদারত্ব গ্রাহকদের জন্য সর্বোত্তম ব্যাংকিং সেবা নিশ্চিত করার বিষয়ে ব্র্যাক ব্যাংকের ব্যক্ত করা প্রতিশ্রুতির প্রমাণ।

চট্টগ্রামে ওয়ালটন পণ্যের ক্রেতাদের হাতে উপহার হস্তান্তর

কক্সবাজারে এমজিআইয়ের বার্ষিক সেলস কনফারেন্স

ষষ্ঠবারের মতো এইচএসবিসি এক্সপোর্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেল ডিবিএল গ্রুপ

আইএফআইসি ব্যাংকের পরিচালনা পর্ষদের জন্য মানি লন্ডারিং প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

পিএসটিসি স্টুয়ার্ডশিপ অ্যাওয়ার্ড পেলেন ড. নূর মোহাম্মদ

ইবিএল ডিজিটাল এক্সিলেন্স অ্যাওয়ার্ডস পেল ফুডি

জেবিএস হোল্ডিংসের ফ্ল্যাট কিনলে বিশেষ ছাড় পাবেন প্রাইম ব্যাংকের গ্রাহকেরা

র‍্যাংগ্‌স ইলেকট্রনিকস ও র‍্যাডিসন ব্লুর মধ্যে সমঝোতা স্মারক সই

ফজলে হাসান আবেদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ

ট্রাভেল ও ট্যুরিজম অ্যাওয়ার্ড: লিড স্পনসর ‘গ্যালাক্সি’, হসপিটালিটি পার্টনার ইন্টারকন্টিনেন্টাল ঢাকা