হোম > অর্থনীতি > করপোরেট

হার্ট অ্যাটাক-স্ট্রোক-ক্যানসারসহ ১০ জটিল রোগের জন্য মেটলাইফের নতুন স্বাস্থ্যবিমা

আজকের পত্রিকা ডেস্ক­

স্ট্রোক, ক্যানসার, কিডনি ফেইলিউর ও হার্ট অ্যাটাকের মতো ১০ ধরনের জটিল শারীরিক অসুস্থতায় আর্থিক সুরক্ষা দিতে নতুন একটি স্বাস্থ্যবিমা চালু করেছে মেটলাইফ বাংলাদেশ। ‘মেটলাইফ ক্রিটিক্যাল ইলনেস ইনস্যুরেন্স উইথ রিটার্ন অব প্রিমিয়াম (এমসিআইআই–আরওপি)’০ নামের এ প্ল্যান বিমাগ্রহীতা ও তাঁর পরিবারের সদস্যদের সংকটকালীন পরিস্থিতিতে আর্থিক সুরক্ষা নিশ্চিতে ভূমিকা রাখবে।

এতে স্ট্রোক ও ক্যানসারের মতো মারাত্মক রোগের পাশাপাশি করোনারি আর্টারি রোগ, করোনারি আর্টারি সার্জারি, হার্ট ভালভ সার্জারি বা প্রতিস্থাপন, প্রাইমারি পালমোনারি আর্টেরিয়াল হাইপারটেনশন, এন্ড-স্টেজ লিভার ফেইলিউর ও নন-ক্যানসারাস ব্রেন টিউমারের মতো ১০টি প্রাণঘাতী রোগের জন্যে আর্থিক সুরক্ষা থাকছে।

নির্দিষ্ট কিছু গুরুতর অসুস্থতার কথা মাথায় রেখে তৈরি করায় এ প্ল্যানের প্রিমিয়াম অন্যান্য গুরুতর অসুস্থতাকেন্দ্রিক জীবনবিমার তুলনায় বেশ কম। উদাহরণস্বরূপ, এ প্ল্যানে নিজের বর্তমান শারীরিক সুস্থতা নিশ্চিত সাপেক্ষে ৩০ বছর বয়সী একজন পুরুষ মাসে মাত্র ১ হাজার ৪০২ টাকা প্রিমিয়াম দিয়ে ৫ লাখ টাকার কভারেজ নিতে পারবেন। গ্রাহকেরা এককালীন, ত্রৈমাসিক, অর্ধবার্ষিক বা বার্ষিক প্রিমিয়াম দেওয়ার সুবিধাও পাবেন এ বিমাসেবার আওতায়।

এ ছাড়া দুর্ঘটনাজনিত মৃত্যুতে কভারেজের পুরো অর্থ (১০০ শতাংশ) দেওয়া হবে। পলিসির মেয়াদপূর্তিতে বা কভারেজবহির্ভূত মৃত্যুর ক্ষেত্রেও জমা দেওয়া প্রিমিয়ামের সম্পূর্ণ অর্থ ফেরত পাবেন গ্রাহকেরা। কভারেজের পরিমাণ ৩ লাখ থেকে ২০ লাখ টাকার মধ্যে নির্ধারণ করা যাবে।

এ নিয়ে মেটলাইফ বাংলাদেশের মুখ্য নির্বাহী কর্মকর্তা আলা আহমদ বলেন, ‘গ্রাহকদের জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তে সুরক্ষা দিতে সাশ্রয়ী ও কার্যকর সমাধান দেওয়ার ধারাবাহিকতায় এ নতুন স্বাস্থ্যবিমা চালু করা হয়েছে। একই সঙ্গে তিন থেকে পাঁচ দিনের মধ্যে দাবি নিষ্পত্তির আমাদের ধারাবাহিক রেকর্ড গ্রাহকদের মেটলাইফের প্রতি আস্থা আরও সুদৃঢ় করবে।’

MetLife Inc. (NYSE: MET)-এর অঙ্গ ও সহযোগী প্রতিষ্ঠানেন (MetLife) সমন্বয়ে বিশ্বের অন্যতম একটি আর্থিক সেবাপ্রদানকারী কোম্পানি, যা তার ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক গ্রাহকদের বিমা, অ্যানুইটি, গ্রুপ বিমা ও সম্পদ ব্যবস্থাপনাসেবা দেওয়ার মাধ্যমে আরও বেশি আত্মবিশ্বাসী ভবিষ্যৎ পরিকল্পনা করতে সহায়তা করে। ১৮৬৮ সালে প্রতিষ্ঠিত মেটলাইফ বিশ্বের ৪০টিরও বেশি দেশে কার্যক্রম পরিচালনা করছে এবং যুক্তরাষ্ট্র০, জাপান, ল্যাটিন আমেরিকা, এশিয়া, ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বাজারে নেতৃস্থানীয় অবস্থানে রয়েছে।

১০ লাখেরও বেশি গ্রাহকের সেবায় নিয়োজিত প্রতিষ্ঠানটি বাংলাদেশের অন্যতম বৃহৎ আন্তর্জাতিক জীবনবিমা প্রতিষ্ঠান। বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করুন: : www.metlife.com.bd

বিকাশ অ্যাপে ‘সেলফ কমপ্লেইন্ট’ সেবা: অভিযোগ ও সমাধান এখন এক ক্লিকেই

এখন থেকে পদ্মা সেতুর টোল মুহূর্তেই পরিশোধ করা যাবে নগদের মাধ্যমে

প্রথমবার ঢাকা আসছেন আইএফএসি প্রেসিডেন্ট, অংশগ্রহণ করবেন সাফা আন্তর্জাতিক সম্মেলনে

শীতার্ত মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানালেন অ্যাডভোকেট এলিনা খান

কবি ও চিন্তক ফয়েজ আলমের ৫৮তম জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জ্ঞাপন

বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্স কোম্পানির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আইসিএসবি ও আইসিএমএবি অ্যাওয়ার্ড অর্জনের সাফল্য উদ্‌যাপন করল ওয়ালটন

স্বাস্থ্যসেবায় ৪০ বছর উদ্‌যাপন করল অ্যারিস্টোফার্মা

ইনস্টিটিউশনাল জাকাত ব্যবস্থাপনায় আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘গিভিং গ্রেস ফাউন্ডেশন’

সংকট জয় করে ইউসিবির নতুন দিগন্ত: রেকর্ড সাফল্যে রঙিন ‘ইউসিবি নাইট’