তীব্র গরমে মানুষের কষ্ট যেমন বেড়েছে, তেমনই কষ্ট পাচ্ছে পশুপাখিও। গরমে এসব পশুপাখির জন্য ২০২৪ সালের ২ মে থেকে বেলিসিমো ভিন্নধর্মী ‘শেয়ার দ্যা সুইটনেস’ উদ্যোগ গ্রহণ করে।
এই উদ্যোগের অংশ হিসেবে ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায়, যেমন-হাতিরঝিল, বিজয় সরণি, ঢাকা বিশ্ববিদ্যালয়, ধানমন্ডি লেক, দিয়াবাড়িতে বেলিসিমো আইসক্রিমের পুরোনো টাবগুলো রিসাইকেল করে পশুপাখিদের জন্য পানি খাওয়ার ব্যবস্থা করে দিয়েছে বেলিসিমো।
আইসক্রিমের টাব যেমন অগণিত মানুষের মুখে আনন্দ নিয়ে আসে। তেমনই সেই টাবগুলো যদি উদ্ভাবনী উপায়ে ব্যবহার করা যায়, তবে পশুপাখিরাও আনন্দিত হবে, ভালো থাকবে।
তাই চাইলে যে কেউ বেলিসিমোর এক লিটার এবং ৯০০ মি. লি. টাব রিসাইকেল করে এই অসহায় প্রাণীদের জন্য পানি খাওয়ার ডিসপেনসার তৈরি করতে পারবে। ফুলের বাগানে, ছাদে বা বারান্দায় এই টাবগুলো রেখে এই কাজটা সহজেই করা যায়। যা পশুপাখিদের প্রয়োজনীয় পানির জোগান দিয়ে তীব্র গরম থেকে রক্ষা করতে সহায়তা করবে।