হোম > অর্থনীতি > করপোরেট

বার্জার ট্রেনিং ইনস্টিটিউট ও বিএমইটির উদ্যোগে পেইন্টারদেরকে প্রশিক্ষণ

বার্জার ট্রেনিং ইনস্টিটিউট (বিটিআই) এবং জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) যৌথ উদ্যোগে কুমিল্লায় অনুষ্ঠিত হয়েছে ডেকোরেটিভ পেইন্টারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ। দেশব্যাপী প্রশিক্ষণের অংশ হিসেবে গত ৬ মার্চ শহরের কুমিল্লা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে এর উদ্বোধন হয়। বাংলাদেশের সর্বপ্রথম ইনস্টিটিউট হিসেবে বিটিআই ডেকোরেটিভ পেইন্টারদের জন্য এই ধরনের প্রশিক্ষণ আয়োজনের উদ্যোগ নিয়েছে। 

উদ্বোধন অনুষ্ঠানে অনলাইনে যুক্ত ছিলেন বিএমইটির মহাপরিচালক সালেহ আহমদ মোজাফফর, অতিরিক্ত মহাপরিচালক (প্রশিক্ষণ) মোহাম্মদ হাবিবুর রহমান, পরিচালক (প্রশিক্ষণ পরিচালনা) প্রকৌশলী মো. সালাহ উদ্দিনসহ বিভিন্ন কর্মকর্তা, বিটিআইয়ের চেয়ারম্যান এবং বার্জার পেইন্টসের প্রধান বিপণন কর্মকর্তা তানজিন ফেরদৌস আলম, হেড চ্যানেল এনগেজমেন্ট সবুজ স্বপন বড়ুয়া। এ ছাড়া বিটিআইয়ের অধ্যক্ষ মো. সোলায়মান মিয়া, কুমিল্লা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী কামরুজ্জামান, বার্জারের কুমিল্লা সেলস অফিসের ব্রাঞ্চ ম্যানেজার সামসুজ্জামান সামসসহ বিভিন্ন কর্মকর্তা সশরীরে উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে বিএমইটির মহাপরিচালক সালেহ আহমদ মোজাফফর বলেন, ‘আমাদের দেশ বহুল সংখ্যক শ্রমিক কর্ম সংস্থানের জন্যে বিদেশে যাচ্ছে। কিন্তু তাদের মধ্যে বেশির ভাগই থাকে অদক্ষ। যার ফলে তারা পরিশ্রম করা সত্ত্বেও যথাযথ পারিশ্রমিক পাচ্ছে না। আবার আমাদের দেশও পর্যাপ্ত বৈদেশিক আয় থেকেও বঞ্চিত হচ্ছে। কিন্তু, যদি আমাদের শ্রমিকগণ যথাযথ প্রশিক্ষণ নিয়ে বিদেশে কর্ম সংস্থানের জন্য যায়, তবে তারা ও দেশ উভয়ই যথাযথভাবে লাভবান হবে। এ ক্ষেত্রে আমি বার্জার পেইন্টসকে আন্তরিক ধন্যবাদ জানাই, পেইন্ট শিল্পে শ্রমিকদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনবল তৈরির উদ্যোগ নেওয়ার জন্য।’ 

বিটিআইয়ের চেয়ারম্যান তানজিম ফেরদৌস আলম বলেন, ‘অবকাঠামোগত, পলিসিগত বিভিন্ন সহায়তার মাধ্যমে আমরা সরকারের বিভিন্ন স্টেকহোল্ডারদের যেভাবে পাশে পাচ্ছি, তার জন্য আমরা কৃতজ্ঞ। এখানে যে বিষয়টি উল্লেখযোগ্য, আমাদের মধ্যে একটি ধারণা প্রচলিত আছে, সরকারের সঙ্গে কোনো কাজ করতে গেলে আমলাতান্ত্রিক জটিলতায় দীর্ঘসূত্রতা অবশ্যম্ভাবী! কিন্তু, আমরা বিগত ২০শে ফেব্রুয়ারি বিএমইটির সঙ্গে দেশের প্রত্যেক জেলা শহরের সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ব্যবহার করে ডেকোরেটিভ পেইন্টারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ সংক্রান্ত সমঝোতা চুক্তি স্বাক্ষর করি।’ 

প্রশিক্ষণে অংশগ্রহণকারী ডেকোরেটিভ পেইন্টাররা তাত্ত্বিক এবং ব্যবহারিক ক্লাসের মাধ্যমে ওয়াটার প্রুফিং সিরিজের পেইন্ট, ইন্টেরিয়র এবং এক্সটেরিয়রের ডেকোরেটিভ পেইন্ট, সর্বাধুনিক পেইন্টিং কৌশল, কর্মক্ষেত্রে নিরাপত্তার বিধান সম্পর্কে ডেকোরেটিভ পেইন্টিংয়ের আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড অনুযায়ী প্রশিক্ষণ দেওয়া হয় এবং প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের দক্ষতার সার্টিফিকেট দেওয়া হয়।

চট্টগ্রামে ওয়ালটন পণ্যের ক্রেতাদের হাতে উপহার হস্তান্তর

কক্সবাজারে এমজিআইয়ের বার্ষিক সেলস কনফারেন্স

ষষ্ঠবারের মতো এইচএসবিসি এক্সপোর্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেল ডিবিএল গ্রুপ

আইএফআইসি ব্যাংকের পরিচালনা পর্ষদের জন্য মানি লন্ডারিং প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

পিএসটিসি স্টুয়ার্ডশিপ অ্যাওয়ার্ড পেলেন ড. নূর মোহাম্মদ

ইবিএল ডিজিটাল এক্সিলেন্স অ্যাওয়ার্ডস পেল ফুডি

জেবিএস হোল্ডিংসের ফ্ল্যাট কিনলে বিশেষ ছাড় পাবেন প্রাইম ব্যাংকের গ্রাহকেরা

র‍্যাংগ্‌স ইলেকট্রনিকস ও র‍্যাডিসন ব্লুর মধ্যে সমঝোতা স্মারক সই

ফজলে হাসান আবেদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ

ট্রাভেল ও ট্যুরিজম অ্যাওয়ার্ড: লিড স্পনসর ‘গ্যালাক্সি’, হসপিটালিটি পার্টনার ইন্টারকন্টিনেন্টাল ঢাকা