বিমা ও ব্যাংকিং খাতে সহযোগিতা ও উদ্ভাবনের নতুন যুগের সূচনা করে আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি এবং সিটি ব্যাংক পিএলসির মধ্যে ব্যাংকাস্যুরেন্স পার্টনারশিপে চুক্তি সই হয়েছে। সম্প্রতি গুলশানে আকিজ তাকাফুলের নিবন্ধিত কার্যালয়ে এই দুই প্রতিষ্ঠানের মধ্যে ব্যাংকাস্যুরেন্সের চুক্তি সই হয়।
আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্স পিএলসির ডিএমডি অ্যান্ড চিফ করপোরেট বিজনেস অফিসার মোহাম্মদ মাসুদুজ্জামান খান এবং সিটি ব্যাংকের চিফ ইকোনমিস্ট অ্যান্ড কান্ট্রি বিজনেস ম্যানেজার মো. আশানুর রহমান চুক্তিতে সই করেন। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান শেখ শামীম উদ্দিন ও সিটি ব্যাংকের শেখ মোহাম্মদ মারুফ, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এবং চিফ বিজনেস অফিসার চুক্তিপত্র হস্তান্তর করেন।
এই ব্যাংকাস্যুরেন্সের চুক্তির মাধ্যমে সিটি ব্যাংক গ্রাহকদের ইসলামি শরিয়া ভিত্তিক বিমা প্রতিষ্ঠান আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্স থেকে বিমা পলিসি দিতে সক্ষম হবে। বাংলাদেশ ব্যাংক এবং ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট ও রেগুলেটরি অথোরিটি কর্তৃক জারিকৃত ব্যাংকাস্যুরেন্সের গাইডলাইন অনুযায়ী এই কার্যক্রম পরিচালিত হবে যা সিটি ব্যাংকের গ্রাহকদের জন্য বিমা পরিষেবা সম্প্রসারিত করবে।
আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্সের পক্ষে শেখ জসিম উদ্দিন, পরিচালক; মীর মাহফুজুর রহমান, পরিচালক; মুহাম্মদ ফুয়াদ হোসেন, পরিচালক; সাজমিন সুলতানা, পরিচালক; আসিফুর রহমান, এফসিএ, নিরপেক্ষ পরিচালক; মোহাম্মদ আলমগীর চৌধুরী, মুখ্য নির্বাহী কর্মকর্তা (চলতি দায়িত্ব) ; আব্দুস সালাম খন্দকার, হেড অব অ্যাকাউন্টস; মো. মহিউদ্দিন, হেড অব আন্ডাররাইটিং, ক্লেইমস, রিইন্স্যুরেন্স অ্যান্ড পলিসি সার্ভিসিং; মো. কামরুজ্জামান, এভিপি-ব্যাংকাস্যুরেন্স এবং সিটি ব্যাংক পিএলসির পক্ষে মোহাম্মদ মাহবুবুর রহমান, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চিফ ফাইন্যান্সিয়াল অফিসার; মাহিয়া জুনদে, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চিফ অপারেটিং অফিসার; অরূপ হায়দার, হেড অব রিটেইল ব্যাংকিং; সুবীর কুমার কুন্ডু, চিফ ব্যাংকাস্যুরেন্স অফিসারসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।