দেশের শীর্ষস্থানীয় কৃষি প্রযুক্তি প্রতিষ্ঠান আইফার্মারের তালিকাভুক্ত কৃষকদের ঋণ অফার করবে বেসরকারি খাতের ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল)। সম্প্রতি রাজধানীতে ব্যাংকের প্রধান কার্যালয়ে এ নিয়ে দুই প্রতিষ্ঠানের মধ্যে চুক্তি সই হয়েছে।
অনুষ্ঠানে কৃষি ঋণের বিষয়ে চুক্তি সই করেন ইবিএলের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও এসএমই ব্যাংকিং প্রধান এম খোরশেদ আনোয়ার এবং আইফার্মার সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মো. ফাহাদ ইফাজ।
এ সময় উপস্থিত ছিলেন ইবিএল হেড অব বিজনেস সৈয়দ জুলকার নায়েন, হেড অব এসেট মোহাম্মদ সালেকীন ইব্রাহীম ও হেড অব এসএমই মো. সাবু মুনশী এবং আইফার্মারের ভাইস প্রেসিডেন্ট-ফিল্ড অপারেশনস ফরহাদ জুলফিকার ও ফাইন্যান্সিয়াল সেক্টরের অ্যাডভাইজার ইরফান ইসলাম।