যশোরে সার ডিলারদের সঙ্গে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) চেয়ারম্যান আব্দুল্লাহ সাজ্জাদ মতবিনিময় সভা করেছেন। গত শনিবার সার ডিলার প্রশিক্ষণ অনুষ্ঠানে এই মতবিনিময় সভা করেন তিনি।
বিএডিসির চেয়ারম্যান (গ্রেড-১) আব্দুল্লাহ সাজ্জাদ নিয়মিতভাবে বিভিন্ন অঞ্চলের কার্যক্রম পর্যায়ক্রমে পরিদর্শন করেন। এরই অংশ হিসেবে গত শনিবার যশোর অঞ্চলের বিএডিসির বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন।
যশোর সার অঞ্চল কর্তৃক আয়োজিত ডিলার প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করে আব্দুল্লাহ সাজ্জাদ বলেন, ‘কৃষি মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বিভিন্ন দেশ থেকে মানসম্পন্ন নন-ইউরিয়া সার আমদানিপূর্বক কৃষকদের কাছে যথাসময়ে এবং সরকার কর্তৃক নির্ধারিত মূল্যে সরবরাহের কাজটি বিএডিসি কার্যকরভাবে সম্পাদন করে যাচ্ছে।’
আব্দুল্লাহ সাজ্জাদ আরও বলেন, ‘বর্তমান কৃষিবান্ধব সরকারের আমলে দেশের কোথাও নন-ইউরিয়া সারের সংকট পরিলক্ষিত হয়নি।’ তিনি কৃষকদের কাছে সরকারনির্ধারিত মূল্যে এবং কৃষকদের কোনো হয়রানি না করে সার বিক্রির ক্ষেত্রে সার ডিলারদের আরও আন্তরিক হওয়ার জন্য পরামর্শ দেন।
প্রশিক্ষণ অনুষ্ঠানে সদস্য পরিচালকসহ (সার ব্যবস্থাপনা) যশোর অঞ্চলের বিএডিসি ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।