হোম > অর্থনীতি

চাল রপ্তানিতে এবার নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে মিয়ানমার

ভারত চাল রপ্তানিতে নিষেধাজ্ঞা দেওয়ার বিশ্ব বাজারে এই খাদ্যশস্যের দাম এরই মধ্যে ঊর্ধ্বমুখী। এর মধ্যে চাল রপ্তানিতে সাময়িক বিধিনিষেধ আরোপের পরিকল্পনার কথা জানাল মিয়ানমার। আজ শুক্রবার একজন সরকারি কর্মকর্তার বরাত দিয়ে এ নিয়ে প্রতিবেদন করেছে বার্তা সংস্থা রয়টার্স। 

মিয়ানমার রাইস ফেডারেশনের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা রয়টার্সকে বলেন, ‘চলতি মাসের শেষ নাগাদ থেকে প্রায় ৪৫ দিনের জন্য আমরা সাময়িকভাবে চাল রপ্তানিতে নিষেধাজ্ঞা দেব।’ অভ্যন্তরীণ বাজারে দামে ঊর্ধ্বগতির কারণেই সরকার রপ্তানি সীমিত করতে বাধ্য হচ্ছে বলেও উল্লেখ করেন ওই কর্মকর্তা। 

যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের উপাত্ত অনুযায়ী, মিয়ানমার বিশ্বের পঞ্চম বৃহত্তম চাল রপ্তানিকারক দেশ। বিশ্ব বাজারে বছরে ২০ লাখ টনের বেশি চাল বিক্রি করে এই দেশ। 

গত মাসে ভারত নন–বাসমতি চাল রপ্তানিতে নিষেধাজ্ঞা দিয়েছে। এতে বিশ্ববাজার এই খাদ্যশস্যের প্রায় ১ কোটি টন সরবরাহের উৎস হারিয়েছে, যা মোট সরবরাহের ২০ শতাংশ। 

মুম্বাইভিত্তিক এক ব্যবসায়ী রয়টার্সকে বলেন, ‘মিয়ানমার বিশ্বে চালের বাজারে ভারত বা থাইল্যান্ডের মতো বড় প্রভাবশালী দেশ নয়। তবে এমন সময় দেশটি রপ্তানিতে নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে যখন সরবরাহ এমনিতেই অনেক কম। এই ঘোষণা চালের বাজার আরও চাঙা করবে এবং ক্রেতাদের মধ্যে উদ্বেগ বাড়াবে।’ 

ভারত রপ্তানিতে নিষেধাজ্ঞা দেওয়ার পর থাইল্যান্ড এবং ভিয়েতনাম এরই মধ্যে রপ্তানিমূল্য বাড়িয়ে দিয়েছে। এশিয়ার রপ্তানিকারক দেশগুলোর মধ্যে ভিয়েতনামের চালের দাম এখন সর্বোচ্চ। 

এদিকে ফিলিপাইন এবং ইন্দোনেশিয়ার মতো বৈশ্বিক আমদানিকারক দেশগুলো আসন্ন এল নিনোর প্রভাবে উৎপাদন কমে যাওয়ার আশঙ্কায় মরিয়া হয়ে চাল সংগ্রহ শুরু করেছে।

জেবিএস হোল্ডিংসের ফ্ল্যাট কিনলে বিশেষ ছাড় পাবেন প্রাইম ব্যাংকের গ্রাহকেরা

পুনরায় বিটিএমএর প্রেসিডেন্ট শওকত আজিজ রাসেল

খোলাবাজারে ডলারের দাম বেড়ে ১২৬ টাকা

র‌্যাংগস ইলেকট্রনিকস ও র‍্যাডিসন ব্লুর মধ্যে সমঝোতা স্মারক সই

বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড উন্মোচন করল ‘অল-নিউ হোন্ডা NX 200’

ফজলে হাসান আবেদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ

সেরা ফিল্ড ফোর্সদের বিশেষ সম্মাননা দিল নগদ

ইনফরমেশন হেল্প ডেস্ক চালু করল ডিএসই

ট্রাভেল ও ট্যুরিজম অ্যাওয়ার্ড: লিড স্পনসর ‘গ্যালাক্সি’, হসপিটালিটি পার্টনার ইন্টারকন্টিনেন্টাল ঢাকা

ভারত থেকে আসা পণ্যবাহী ট্রাকের চলাচল নজরদারি করবে এনবিআর