হোম > অর্থনীতি

মেঘনা গ্রুপকে ১০ কোটি ডলার দেবে আইএফসি

আজকের পত্রিকা ডেস্ক­

টেকসই শিল্পের উন্নয়নে বাংলাদেশের প্রথম জলবায়ু-স্মার্ট ইস্পাত কারখানা স্থাপনের জন্য মেঘনা রি-রোলিং অ্যান্ড স্টিল মিলস লিমিটেডকে (এমআরএসএল) ১০ কোটি ডলার দেবে বিশ্বব্যাংকের সদস্য প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন (আইএফসি)। এ অত্যাধুনিক প্ল্যান্ট স্থাপন করা হলে এমআরএসএল বছরে ১৫ লাখ টন ইস্পাত উৎপাদন করবে, যা দেশের চাহিদার ২০ শতাংশ।

আজ সোমবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আইএফসি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এমআরএসএল মেঘনা গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির মাধ্যমে জলবায়ু চ্যালেঞ্জ মোকাবিলায় দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বেগবান করতে এ উদ্যোগ নিয়েছে আইএফসি। সহযোগী হিসেবে ১০ কোটি মার্কিন ডলার বা ১ হাজার ২০০ কোটি টাকা দেবে প্রতিষ্ঠানটি। ঋণ কিংবা আর্থিক সহায়তা হিসেবে নয়, অংশীদার হিসেবে এই অর্থ মেঘনা গ্রুপকে দেবে আইএফসি। এ প্রকল্পের মাধ্যমে একদিকে প্রথাগত ইস্পাত উৎপাদনের তুলনায় কার্বন নিঃসরণ কমাবে। অন্যদিকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ২০ হাজার লোকের কর্মসংস্থান তৈরি হবে।

মেঘনা গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামাল বলেন, ‘এ প্রকল্পে আইএফসির সঙ্গে অংশীদারত্ব নিয়ে আমরা উচ্ছ্বসিত। কারণ, এটি ভবিষ্যতে বাংলাদেশের ইস্পাতশিল্পকে ঢেলে সাজাবে। এই বিনিয়োগ যে শুধু উচ্চমানের জলবায়ু-স্মার্ট ইস্পাত তৈরিতে সক্ষমতা বাড়াবে তা নয়, বরং এটি একই সঙ্গে দেশের অর্থনৈতিক ও শিল্প খাতে প্রবৃদ্ধি অর্জনের মাইলফলক হয়ে থাকবে।’

বাংলাদেশ, ভুটান ও নেপালে আইএফসির দেশজ ব্যবস্থাপক মার্টিন হলটম্যান বলেন, ‘টেকসই প্রবৃদ্ধির জন্য বাংলাদেশে যে অবকাঠামো প্রয়োজন, তার জন্য দেশের ইস্পাতশিল্প গুরুত্বপূর্ণ। শুধু জলবায়ু-স্মার্ট উৎপাদন ব্যবস্থার জন্য নয়, বরং কর্মসংস্থান ও শিল্পায়নেও প্রকল্পটি বড় পদক্ষেপ। বাংলাদেশের শিল্পের রূপান্তরে অংশগ্রহণ করতে পেরে আমরা খুশি।’

ছয় মাসে ৩ বিলিয়ন মার্কিন ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক

এনবিআর কর্মকর্তার নাম ভাঙিয়ে টাকা দাবি, সতর্কবার্তা

যুক্তরাষ্ট্র থেকে এল আরও ৫৭ হাজার টন গম

চট্টগ্রামে ওয়ালটন পণ্যের ক্রেতাদের হাতে উপহার হস্তান্তর

অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল আরও এক মাস

তুলা গবেষণা কেন্দ্রের ফুটি কার্পাসে নতুন সম্ভাবনা

১ জানুয়ারি কার্যকর: দেশের সব স্থলবন্দরের মাশুল বাড়ল ৫ শতাংশ

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর: ফসল ব্যবস্থাপনায় উত্তরের চার জেলায় কৃষির নতুন প্রকল্প

বিশেষ ট্রাইব্যুনাল যেন গুদামঘর

কক্সবাজারে এমজিআইয়ের বার্ষিক সেলস কনফারেন্স