হোম > অর্থনীতি

বিশ্ববাজারে বাংলাদেশি এমপিপিই পণ্যের সুযোগ ও সম্ভাবনা বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

বিজ্ঞপ্তি

এক্সপোর্ট কমপেটিটিভনেস ফর জবস (ইসিফোরজে) প্রকল্পের উদ্যোগে আয়োজিত কর্মশালা। ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে বাংলাদেশি মেডিকেল পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) পণ্যের সম্ভাবনা ও রপ্তানি সুযোগ নিয়ে এক্সপোর্ট কমপেটিটিভনেস ফর জবস (ইসিফোরজে) প্রকল্পের উদ্যোগে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি রাজধানীর রূপায়ণ ট্রেড সেন্টারের গ্রিন লাউঞ্জে আয়োজিত এই কর্মশালায় সংশ্লিষ্ট খাতের বিভিন্ন প্রতিনিধি অংশ নেন।

কর্মশালায় সভাপতিত্ব করেন ইসিফোরজে প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক শেখ মোহাম্মদ আব্দুর রহমান এবং প্রধান অতিথি ছিলেন প্রকল্প পরিচালক ও বাণিজ্য মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. আবদুর রহিম খান। এ ছাড়া ইসিফোরজে প্রকল্পের কর্মকর্তা, উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধি ও সেমস-গ্লোবালের ব্যবস্থাপনা পরিচালক মেহেরুন এন ইসলামসহ সংশ্লিষ্ট পরামর্শকেরা কর্মশালায় অংশ নেন।

কর্মশালায় বাংলাদেশের এমপিপিই শিল্পের বর্তমান অবস্থা, রপ্তানি সম্ভাবনা, আন্তর্জাতিক মানদণ্ড ও নীতিগত সহায়তার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, বৈশ্বিক স্বাস্থ্যসেবা খাতের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে বাংলাদেশি উদ্যোক্তারা বড় ভূমিকা রাখতে পারেন এবং এ জন্য মানসম্পন্ন উৎপাদন, বাজার গবেষণা ও রপ্তানি নীতির উন্নয়ন জরুরি।

উল্লেখ্য, ইসিফোরজে প্রকল্পটি বাংলাদেশি রপ্তানি খাতের প্রতিযোগিতামূলক সক্ষমতা বৃদ্ধির জন্য কাজ করছে এবং এ ধরনের কর্মশালার মাধ্যমে সম্ভাবনাময় খাতগুলোর বিকাশে সহায়তা প্রদান করছে।

সেরা ফিল্ড ফোর্সদের বিশেষ সম্মাননা দিল নগদ

ইনফরমেশন হেল্প ডেস্ক চালু করল ডিএসই

ট্রাভেল ও ট্যুরিজম অ্যাওয়ার্ড: লিড স্পনসর ‘গ্যালাক্সি’, হসপিটালিটি পার্টনার ইন্টারকন্টিনেন্টাল ঢাকা

ভারত থেকে আসা পণ্যবাহী ট্রাকের চলাচল নজরদারি করবে এনবিআর

ওয়ালটনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নজরুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী পালিত

রেমিট্যান্স সংগ্রহে অভাবনীয় সাফল্য অর্জন জনতা ব্যাংকের

রেমিট্যান্স অ্যাওয়ার্ড পেয়েছে ইসলামী ব্যাংক

২০ কোটি টাকার বেশি সব ঋণ ফের যাচাই করা হবে: গভর্নর

একীভূত পাঁচ ব্যাংকের নামের সাইনবোর্ড বদলাচ্ছে আজ-কালের মধ্যেই: গভর্নর

সীমাবদ্ধতার মাঝেও সাফল্যের গল্প