হোম > অর্থনীতি

প্রথম ৯ মাসে লাফার্জহোলসিম বাংলাদেশের মুনাফা ৩৩১ কোটি টাকা

লাফার্জহোলসিম বাংলাদেশের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। এতে প্রথম ৯ মাসে মুনাফা হয় প্রায় ৩৩১ কোটি টাকা। সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতিতে নিট বিক্রয় কমেছে। উৎপাদন ব্যয় বৃদ্ধি এবং টাকার অবমূল্যায়নের কারণে প্রথম ৯ মাসে পরিচালন মুনাফা হয়েছে প্রায় ৪৭৬ কোটি টাকা; ইতিবাচক ভূমিকা রেখেছে ব্যয় সংকোচন পদক্ষেপ। 

প্রতিবেদন প্রকাশের বিষয়ে প্রধান নির্বাহী কর্মকর্তা ইকবাল চৌধুরী বলেন, ‘সামগ্রিক অর্থনৈতিক প্রতিবন্ধকতার মধ্যেও লাফার্জহোলসিম বাংলাদেশ পিএলসি দেশের নির্মাণ খাতে অন্যতম সেরা ফলাফল অর্জন করতে সমর্থ হয়েছে। আমার সব সহকর্মী এবং চ্যানেল পার্টনারদের ঐকান্তিক চেষ্টার কারণেই এই অর্জন সম্ভব হয়েছে। সামনের দিনগুলোতে সেলস চ্যানেল সম্প্রসারণ, অ্যাগ্রিগেটস ব্যবসা শক্তিশালী করা, ডিজিটালাইজেশনে গুরুত্ব দেওয়া এবং পরিবেশবান্ধব বর্জ্য ব্যবস্থাপনা ‘জিওসাইকেল’-এর কর্মপরিধি বিস্তারে আমরা কাজ করছি।’ 

ইকবাল চৌধুরী আরও বলেন, ‘আশা করছি বছরের বাকি সময়টাতে ব্যয় সংকোচন ও উদ্ভাবনী উদ্যোগের মাধ্যমে আমরা ভালো ফলাফল অর্জন করতে সমর্থ হব। আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, কোম্পানির পরিচালনা পর্ষদ প্রথম ৯ মাসের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে ১৯ পারসেন্ট অন্তর্বর্তীকালীন নগদ লভ্যাংশ সুপারিশ করেছে।’ 

বছরের প্রথম ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর ২০২৪) কোম্পানির পরিচালন মুনাফা প্রায় ৪৭৬ কোটি টাকা, যা আগের বছরের একই সময়ের তুলনায় শতকরা ২৮ ভাগ কম। একই সময়ে নিট বিক্রয় শতকরা ৪ ভাগ কমে প্রায় ২ হাজার ৭০ কোটি টাকা হয়েছে। আগের বছর একই সময়ে নিট বিক্রয়ের পরিমাণ ছিল প্রায় ২ হাজার ১৬৫ কোটি টাকা। সেপ্টেম্বর পর্যন্ত প্রিত শেয়ারে আয় শতকরা ৩৭ ভাগ কমে ২ দশমিক ৮৫ টাকা হয়েছে, যা আগের বছরের একই সময়ে ছিল ৪ দশমিক ৪৯ টাকা। 

কোম্পানির টেকসই বর্জ্য ব্যবস্থাপনা পদ্ধতি জিওসাইকেলের মাধ্যমে দেশের বর্জ্য ব্যবস্থাপনা চ্যালেঞ্জ মোকাবিলায় অগ্রণী ভূমিকা রেখে চলেছে লাফার্জহোলসিম। বছরের প্রথম নয় মাসে এই সুবিধা কাজে লাগিয়ে ৩২ হাজার টনেরও বেশি বিভিন্ন ধরনের বর্জ্য টেকসই উপায়ে ব্যবস্থাপনা করা হয়েছে, যা কোম্পানির গ্রিন গ্রোথ অ্যাজেন্ডা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। জিওসাইকেলের মাধ্যমে প্রথম ৯ মাসে শতকরা ১০ দশমিক ২৫ ভাগ থার্মাল সাবস্টিটিউশন রেট অর্জন করেছে কোম্পানি। 

আউটলুক
উচ্চ মুদ্রাস্ফীতি ও বৈদেশিক মুদ্রার চাপের কারণে বছরের বাকি সময়টাও চ্যালেঞ্জিং হবে। এর পরও ভালো ফলাফল অর্জনের ব্যাপারে কোম্পানি আশাবাদী। 

অন্তর্বর্তীকালীন লভ্যাংশ
লাফার্জহোলসিম বাংলাদেশ পিএলসির পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ ২০২৪ সালের প্রথম ৯ মাসের জন্য ১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারের বিপরীতে শতকরা ১৯ টাকা হারে ১ দশমিক ৯ টাকা অন্তর্বর্তীকালীন নগদ লভ্যাংশ সুপারিশ করেছে। এর ফলে ২২০ দশমিক ৬৬ কোটি টাকা অন্তর্বর্তীকালীন নগদ লভ্যাংশ হিসেবে বিতরণ করা হবে।

অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল আরও এক মাস

তুলা গবেষণা কেন্দ্রের ফুটি কার্পাসে নতুন সম্ভাবনা

১ জানুয়ারি কার্যকর: দেশের সব স্থলবন্দরের মাশুল বাড়ল ৫ শতাংশ

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর: ফসল ব্যবস্থাপনায় উত্তরের চার জেলায় কৃষির নতুন প্রকল্প

বিশেষ ট্রাইব্যুনাল যেন গুদামঘর

কক্সবাজারে এমজিআইয়ের বার্ষিক সেলস কনফারেন্স

ষষ্ঠবারের মতো এইচএসবিসি এক্সপোর্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেল ডিবিএল গ্রুপ

আরও কমেছে পেঁয়াজ আলু ও সবজির দাম

জাতীয় নির্বাচনের প্রার্থীদের ই-রিটার্ন দাখিলে এনবিআরের হেল্প ডেস্ক

আকাশপথে পণ্য পরিবহনে অফডক চান ব্যবসায়ীরা