কেন্দ্রীয় ব্যাংকের নতুন মুখপাত্র হিসেবে নিয়োগ পেয়েছেন জিএম আবুল কালাম আজাদ। তিনি বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক (এক্স-ক্যাডার পাবলিকেশনস) ও সহকারী মুখপাত্র ছিলেন।
গত মঙ্গলবার (৪ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম অবসরে যাওয়ার পর জিএম আবুল কালাম আজাদকে মুখপাত্র করা হয়। এছাড়া অফসাইট সুপারভিশন বিভাগের পরিচালক মো. আনোয়ার ইসলাম ও কমিউনিকেশনস অ্যান্ড পাবলিকেশনের পরিচালক সাঈদা খানমকে সহকারী মুখপাত্র হিসেবে নিযুক্ত করা হয়।
আবুল কালাম আজাদ ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর শেষে ১৯৯২ সালে বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক হিসেবে যোগদান করেন। কর্মজীবনে তিনি গবেষণা, মনিটরি পলিসি, গভর্নর সচিবালয় ও কমিউনিকেশনস বিভাগে দায়িত্ব পালন করেছেন। তিনি যশোর সদর উপজেলার চুড়ামনকাঠি ইউনিয়নের গাজী পরিবারের সন্তান। তাঁর স্ত্রী রোকেয়া খাতুন বাংলাদেশ ব্যাংকে পরিচালক হিসেবে কর্মরত। তাঁদের তিন সন্তান রয়েছে।
আবুল কালাম আজাদ দুস্থদের সহায়তায় কাজ করা যশোরের ভাটাই-নূরজাহান অরফ্যান্স ফ্রেন্ড সংগঠনের নির্বাহী উপদেষ্টা ও ডোনার।