হোম > অর্থনীতি

বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষতা উন্নয়ন গুরুত্বপূর্ণ: বিজিএমইএ সভাপতি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পরিবর্তনশীল বৈশ্বিক শ্রমবাজারের প্রেক্ষাপটে দক্ষতা উন্নয়নে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন বিজিএমইএ সভাপতি ফারুক হাসান।

গতকাল মঙ্গলবার ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে অর্থ মন্ত্রণালয় কর্তৃক স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (সিইআইপি) আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

বক্তৃতায় তিনি আসন্ন বৈশ্বিক প্রবণতা—বিশেষ করে অটোমেশন, জলবায়ু পরিবর্তন এবং ডিজিটালাইজেশনের কারণে বিশ্ব বাণিজ্যে যেসব পরিবর্তন ঘটছে, সেগুলোর সঙ্গে অভিযোজনের মাধ্যমে খাপ খাইয়ে নেওয়ার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

বিজিএমইএ সভাপতি স্থানীয় ও আন্তর্জাতিক বাজারের দ্রুত পরিবর্তনশীল চাহিদার সঙ্গে কর্মীদের দক্ষতার সমন্বয়করণের গুরুত্ব তুলে ধরেন।

প্রযুক্তির দ্রুত পরিবর্তন, জলবায়ু পরিবর্তন এবং আর্থ–সামাজিক পরিবর্তনের উল্লেখ করে তিনি আরও বলেন, এই পরিবর্তনগুলো শ্রমবাজারের ধারাকে প্রভাবিত করছে এবং চাকরির বাজারে পরিবর্তনগুলোর সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য বাংলাদেশের উচিত দক্ষতা উন্নয়ন জোরদার করা।

অর্থ বিভাগের সচিব ও এসইআইপির জাতীয় প্রকল্প পরিচালক ড. মো. খায়রুজ্জামান মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদার।

বিজিএমইএ সভাপতি ফারুক হাসান জানান, ২০১৪ সালে স্কিল ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম শুরু হওয়ার পর থেকে এ কর্মসূচির আওতায় এ পর্যন্ত প্রায় ৮ লাখ দক্ষ জনশক্তি তৈরি করা হয়েছে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন—এডিবি–বিআরএমের ডেপুটি কান্ট্র্রি ডিরেক্টর জিয়াংবো নিং; অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী; পরিকল্পনা বিভাগের সচিব সত্যজিৎ কর্মকার; প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের, সিনিয়র সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন।

অতিরিক্ত সচিব ও এসইআইপির নির্বাহী প্রকল্প পরিচালক ফাতেমা রহিম ভীনা স্বাগত বক্তব্য দেন। বক্তব্যে তিনি এসইআইপি প্রকল্পের সাফল্য ও অর্জন তুলে ধরেন।

ভারতের ওপর কেন ৫০ শতাংশ শুল্ক দিল মেক্সিকো, নয়াদিল্লির ক্ষতি কতটা

হাদিকে হত্যাচেষ্টা: সন্দেহভাজন ফয়সালের ব্যাংক হিসাব জব্দ

ঢাকা চেম্বারের সেমিনার: বিদেশে চিকিৎসার ব্যয় বছরে ৫ বিলিয়ন ডলার

বছরের বড় হাটে দুই কোটি বেচাকেনা, ঊর্ধ্বমুখী দাম

ক্রেডিট কার্ডের ব্যবহার: বিদেশে বাংলাদেশিদের খরচ বাড়ল এক মাসেই ৫১ কোটি

এআই ডেটা সেন্টারে ব্যাপক চাহিদা, তামার দাম ১২ হাজার ডলার ছুঁই ছুঁই

জেসিআই বাংলাদেশের নতুন প্রেসিডেন্ট রাফি আহমেদ

চার গুণ বাড়িয়ে পেঁয়াজ আমদানি দৈনিক ৬ হাজার টন

২০৩৩ সালে দেশের স্বাস্থ্য খাত হবে ২৩ বিলিয়ন ডলারের

বুয়েটে বাংলাদেশ কম্পিউটার সোসাইটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত