হোম > অর্থনীতি

করোনা পরবর্তী সময়ে চীনের অবিশ্বাস্য প্রবৃদ্ধি

চলতি বছরের প্রথম তিন মাসে গত বছরের একই সময়ের তুলনায় চীনের অর্থনীতি রেকর্ড ১৮.৩ শতাংশ বেড়েছে। ১৯৯২ সালে চীনের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) হিসেব রাখা শুরু করার পর এটাই সবচেয়ে বেশি বৃদ্ধির রেকর্ড। তবে শুক্রবার প্রকাশিত  চীনের এই  প্রবৃদ্ধি  যেমনটি প্রত্যাশা করা হচ্ছিল তার চেয়েও কম। এর আগে অর্থনীতিবিদেরা প্রথম তিন মাসে চীনের জিডিপি ১৯ শতাংশ বৃদ্ধির আশা করছিলেন।  

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, করোনাভাইরাস মহামারি শুরুর পর গত বছরের প্রথম তিন মাসে চীনের প্রবৃদ্ধি নেমে যায় ৬.৮ শতাংশ। আর সেটাকেই ভিত্তি ধরে এই বছরের জিডিপি হিসেব করেছেন অর্থনীতিবিদেরা।

চীনের জাতীয় পরিসংখ্যান বিভাগের পক্ষ থেকে বলা হয়, অর্থনীতি খুব ভালো শুরু করেছে। তাদের প্রকাশিত তথ্যে দেখা গেছে, চীনের অর্থনীতির গুরুত্বপূর্ণ সূচকগুলো অস্বাভাবিক শক্তিশালী অবস্থানে রয়েছে। কারণ সেগুলো গত বছরের চরম দুর্বল সংখ্যার সঙ্গে তুলনা করা হয়েছে।

চীনের শিল্প উৎপাদন গত বছরের তুলনায় মার্চে বেড়েছে ১৪.১ শতাংশ। আর খুচরা বিক্রি বেড়েছে ৩৪.২ শতাংশ। চীনের শিল্প উৎপাদন মূলত রফতানি শক্তির ওপর নির্ভরশীল। আর কারখানাগুলো বৈদেশিক আদেশগুলো পূরণে ব্যস্ত রয়েছে।

করোনাভাইরাস সংক্রমণ ঠেকানোর কঠোর পদক্ষেপ এবং অর্থনৈতিক প্রণোদনা তহবিলের সহায়তায় চীনের অর্থনীতি ধীরে ধীরে আগের অবস্থায় ফিরতে শুরু করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। তাঁরা মনে করছেন যে, সরকারী  এবং অন্যান্য আর্থিক সহায়তা বন্ধ হলে চীনে এই  প্রবৃদ্ধি কিছুটা হ্রাস পাবে। ২০২০ সালে বিপর্যয়ের মাধ্যমে বছর শুরু করেও শেষ তিন মাসে দেশটির অর্থনীতির প্রবৃদ্ধি বৃদ্ধি পায়।

ইনফরমেশন হেল্প ডেস্ক চালু করল ডিএসই

ট্রাভেল ও ট্যুরিজম অ্যাওয়ার্ড: লিড স্পনসর ‘গ্যালাক্সি’, হসপিটালিটি পার্টনার ইন্টারকন্টিনেন্টাল ঢাকা

ভারত থেকে আসা পণ্যবাহী ট্রাকের চলাচল নজরদারি করবে এনবিআর

ওয়ালটনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নজরুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী পালিত

রেমিট্যান্স সংগ্রহে অভাবনীয় সাফল্য অর্জন জনতা ব্যাংকের

রেমিট্যান্স অ্যাওয়ার্ড পেয়েছে ইসলামী ব্যাংক

২০ কোটি টাকার বেশি সব ঋণ ফের যাচাই করা হবে: গভর্নর

একীভূত পাঁচ ব্যাংকের নামের সাইনবোর্ড বদলাচ্ছে আজ-কালের মধ্যেই: গভর্নর

সীমাবদ্ধতার মাঝেও সাফল্যের গল্প

আগুনে পুড়ে যাওয়া নোট বদলে অপেক্ষা ৮ সপ্তাহ