হোম > অর্থনীতি

হোটেল ইন্টারকন্টিনেন্টালে পুঞ্জীভূত লোকসান ৫৭২ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বেসরকারি খাতের হোটেলগুলো যেখানে বিপুল মুনাফা করছে, সেখানে নিয়মিত লোকসান গুনছে সরকারি মালিকানাধীন হোটেল ইন্টারকন্টিনেন্টাল। বিডি সার্ভিসেস লিমিটেড নামে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিটির পুঞ্জীভূত লোকসান দাঁড়িয়েছে পরিশোধিত মূলধনের প্রায় ছয় গুণ। এতে প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ ব্যবসা পরিচালনার সক্ষমতা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন নিরীক্ষক। কোম্পানির ২০২২-২৩ অর্থবছরের আর্থিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

নিরীক্ষক জানিয়েছেন, চলতি বছরের ৩০ জুন শেষ হওয়া অর্থবছরে কোম্পানিটির পুঞ্জীভূত লোকসানের (রিটেইন লস) পরিমাণ দাঁড়িয়েছে ৫৭১ কোটি ৭১ লাখ টাকা। এ ছাড়া চলতি সম্পদ ঘাটতির পরিমাণ ৩৮১ কোটি ৯৮ লাখ টাকা। অর্থবছরটিতে কোম্পানিটির যথেষ্ট পরিমাণ লোকসান এবং ঋণাত্মক পরিচালন নগদ প্রবাহ রয়েছে। এই শোচনীয় দুরবস্থার কারণে ভবিষ্যতে প্রতিষ্ঠানটির ব্যবসা চালানোর সক্ষমতা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন নিরীক্ষক। 

হোটেল ব্যবসায় মুনাফার পরিবর্তে ধারাবাহিকভাবে লোকসানের বিষয়টি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মনে করেন পুঁজিবাজার বিশ্লেষক ও অর্থনীতিবিদ অধ্যাপক আবু আহমেদ। তিনি আজকের পত্রিকাকে বলেন, এ রকমটা (লোকসান) হয়েছে সরকারি মালিকানার কারণে। অব্যবস্থাপনার কারণেই এই লোকসান। অন্য হোটেলগুলো তো ভালো ব্যবসা করছে, মুনাফা করছে, লভ্যাংশ দিচ্ছে। এটিকে বেসরকারি খাতে ছেড়ে দিলেই মুনাফা করতে সক্ষম হবে। 

এসব বিষয়ে কথা বলতে কোম্পানি সচিব নাজমুস সাদাত সেলিমের মোবাইল নম্বরে কল করে বন্ধ পাওয়া গেছে। সংযোগ পাওয়া যায়নি টেলিফোনেও। 

১৯৮৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া হোটেল ইন্টারকন্টিনেন্টালের পরিশোধিত মূলধনের পরিমাণ ৯৭ কোটি ৭৯ লাখ টাকা।

যশোরের খেজুর রস: লক্ষ্য ১২০ কোটি টাকার গুড় উৎপাদন

ইসলামি ১০ ও সরকারি ৬ ব্যাংক: ঋণের অর্ধেকের বেশি অনাদায়ি

ছয় মাসে ৩ বিলিয়ন মার্কিন ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক

এনবিআর কর্মকর্তার নাম ভাঙিয়ে টাকা দাবি, সতর্কবার্তা

যুক্তরাষ্ট্র থেকে এল আরও ৫৭ হাজার টন গম

চট্টগ্রামে ওয়ালটন পণ্যের ক্রেতাদের হাতে উপহার হস্তান্তর

অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল আরও এক মাস

তুলা গবেষণা কেন্দ্রের ফুটি কার্পাসে নতুন সম্ভাবনা

১ জানুয়ারি কার্যকর: দেশের সব স্থলবন্দরের মাশুল বাড়ল ৫ শতাংশ

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর: ফসল ব্যবস্থাপনায় উত্তরের চার জেলায় কৃষির নতুন প্রকল্প