হোম > অর্থনীতি > করপোরেট

স্টামফোর্ড ইউনিভার্সিটির এইচওডি-পিআরডি হলেন কবি ও সাংবাদিক প্রদীপ্ত মোবারক

বিজ্ঞপ্তি

স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের এইচওডি-পিআরডি হিসেবে যোগ দিয়েছেন কবি, সাংবাদিক ও প্রাবন্ধিক প্রদীপ্ত মোবারক। তিনি একজন বাংলাদেশি স্বনামধন্য যোগাযোগ ও জনসম্পর্ক পেশাজীবী ও সাহিত্যপ্রেমী। আগে উত্তরা ইউনিভার্সিটির জনসংযোগ প্রধান হিসেবে কাজ করেছেন।

প্রদীপ্ত মোবারক একজন সুপরিচিত আধুনিক কবি ও সাংবাদিক। বাংলাদেশসহ কলকাতার বিভিন্ন জাতীয় দৈনিকে তাঁর কবিতার অবাধ বিচরণ রয়েছে। তাঁর কবিতা ও প্রবন্ধের প্রধান বিষয়বস্তু হচ্ছে প্রেম-দ্রোহ; সমাজচেতনা ও দেশপ্রেম। এ ছাড়া তাঁর কবিতার লক্ষণীয় বৈশিষ্ট্য আধুনিকতা।

তিনি একজন দক্ষ জনসংযোগ পেশাজীবী, কবি ও সাংগঠনিক ব্যক্তিত্ব হিসেবে বাংলাদেশের শিক্ষা ও সাহিত্য অঙ্গনে নিজের অবস্থান তৈরি করেছেন।

জন্ম ও পরিবার

কবি প্রদীপ্ত মোবারক ২৫ মে, ভোলা জেলা সদর থানার আলীনগর ইউনিয়নের মৌটুপী গ্রামের সাহেবের কাচারি মাতামহ বীর মুক্তিযোদ্ধা ড. মো. আবুল কাশেমের বাড়িতে জন্মগ্রহণ করেন। মাতামহ বীর মুক্তিযোদ্ধা ড. মো. আবুল কাশেমের ৫ সন্তানের মধ্যে বড় মেয়ে আমেনা পারভিনের গর্ভে জন্ম নেন কবি, সাংবাদিক ও প্রাবন্ধিক প্রদীপ্ত মোবারক। তাঁর মাতামহ বীর মুক্তিযোদ্ধা ড. মো. আবুল কাশেম ছিলেন একজন দেশপ্রেমী, সমাজসেবক, ও শিক্ষানুরাগী। ছোটবেলা থেকেই মাতামহের আদর্শকে ধারণ এবং অনুসরণ করতেন কবি প্রদীপ্ত মোবারক। ছাত্রজীবন থেকে তিনি কাব্যচর্চা ও স্বদেশপ্রেমী হিসেবে বেশ উৎসাহী ছিলেন।

শিক্ষাজীবন

কবি প্রদীপ্ত মোবারকের শিক্ষাজীবনের সূচনা হয় জন্মস্থান ভোলা সদর জেলার আলীনগর ইউনিয়নের মৌটুপী গ্রামের সাহেবের কাচারি ৫১-নং আলীনগর সরকারি প্রথমিক বিদ্যালয় ও আলীনগর মাধ্যমিক বিদ্যালয়ের মধ্য দিয়ে। এরপর উচ্চতর বিদ্যার্জনের জন্য তিনি ভর্তি হন রাজধানীর ঐতিহ্যবাহী ঢাকা কলেজে। পরে প্রদীপ্ত মোবারক ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে অনার্স ও মাস্টার্স ডিগ্রি সমাপ্ত করেন। প্রদীপ্ত মোবারক একজন উচ্চশিক্ষিত পেশাজীবী; যিনি জনসংযোগ ও যোগাযোগবিজ্ঞানে বিশেষ দক্ষতা অর্জন করেছেন।

বিশ্ববিদ্যালয়জীবন থেকে তিনি সাহিত্য ও সাংগঠনিক নেতৃত্বের সঙ্গে জড়িত ছিলেন। বাংলা কবিতার ছন্দ নিয়ে গবেষণার কাজ করেছেন কলকাতার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে।

পেশাগত জীবন

বর্তমানে কবি প্রদীপ্ত মোবারক স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের এইচওডি-পিআরডি হিসেবে কর্মরত। তিনি ২০১০ সালের মার্চ মাসে সিনিয়র রিপোর্টার হিসেবে যোগদান করেন বাংলাদেশের জাতীয় দৈনিক পত্রিকা সমকালে। তখন থেকেই প্রদীপ্ত মোবারকের সাংবাদিকতা জীবনের সূচনা হয়। তাঁর মামা ও বাংলাদেশের প্রখ্যাত কবি ও সাংবাদিক নাসির আহমেদের সান্নিধ্যে এসে সাহিত্যের প্রতি তাঁর উৎসাহ আরও বেড়ে যায়। কবিতা, প্রবন্ধ, ছোটগল্পের অঙ্গনে তাঁর পদার্পণ হয় কবি নাসির আহমেদের হাতেখড়ির মধ্য দিয়ে। বাংলাদেশের বেশ কয়েকটি জাতীয় পর্যায়ের প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমে পেশাদারত্বের সঙ্গে কাজ করেন প্রদীপ্ত মোবারক। এরপর তিনি গণমাধ্যম ছেড়ে কর্মক্ষেত্র হিসেবে বেছে নেন বিশ্ববিদ্যালয়ের কাজ। কখনো তিনি শিক্ষকতায়, কখনো অ্যাডমিনিস্ট্রেশনে, কখনো বিশ্ববিদ্যালয়ের পাবলিক রিলেশনেও কাজ করেন। এখানেই তিনি থেমে থাকনেনি, গবেষণার প্রতি প্রবল উৎসাহ ও আকাঙ্ক্ষা থাকায় গবেষণাকাজ শুরু করেন বাংলা কবিতায় ছন্দ নিয়ে। তিনি ‘বাংলা কবিতায় ছন্দ’ বিষয়ের ওপরে গবেষণার কাজ করেছেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে।

সাহিত্যকর্ম

প্রকাশিত কবিতাসমূহ: রাঁধা প্রেম—যায়যায়দিন; বিষণ্ন সুন্দর—ইত্তেফাক; শূন্যতার সৌন্দর্য—দেশ রূপান্তর; আমি অশ্লীল—সমকাল; পরিযায়ী—বাংলা ট্রিবিউন; ভেজা শীতসন্ধ্যা—আমাদের সময়; পোড়া কাগজ—ঢাকা ওয়েব; পরবর্তী সময়—আমাদের সময়; আদিম অভ্যাস—সমকাল; স্তব্ধ রাতের আশ্রয়ে—আমাদের সময়; মৃত্যু—আমাদের সময়; তুমি—আমাদের সময়; তুমি বাধ্য নও—ঢাকা ওয়েব; নিভে যাচ্ছে আলো—আমাদের সময়; প্রদীপ্ত মোবারকের ৫টি কবিতা—দৈনিক জাগরণ।

প্রকাশিত প্রবন্ধসমূহ: বৈচিত্র্যময় নজরুল—কালের কণ্ঠ; ভাষা আন্দোলন ও বাংলা সাহিত্য—দেশ রূপান্তর; শৈল্পিক সৌন্দর্য ও মানবতাবাদে লালন ফকির—দেশ রূপান্তর; আধুনিক বাংলা সাহিত্যে কবি ও কবিতা—কালের কণ্ঠ; স্পর্শকাতর অনুভূতির নামই ভালোবাসা—সমকাল; সূর্যসন্তানের জন্মদিন ও কিছু কথা—ঢাকা ওয়েব; বাংলা সাহিত্যে নারী কলম ও কাগজের মতোই অনিবার্য—আমাদের সময়; অস্তিত্ব সংকটে মাতৃভাষা বাংলা—বাংলাদেশ প্রতিদিন; অসহিষ্ণুতার অধর্ম এক সামাজিক ব্যাধি—যায়যায়দিন।

অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল আরও এক মাস

তুলা গবেষণা কেন্দ্রের ফুটি কার্পাসে নতুন সম্ভাবনা

১ জানুয়ারি কার্যকর: দেশের সব স্থলবন্দরের মাশুল বাড়ল ৫ শতাংশ

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর: ফসল ব্যবস্থাপনায় উত্তরের চার জেলায় কৃষির নতুন প্রকল্প

বিশেষ ট্রাইব্যুনাল যেন গুদামঘর

কক্সবাজারে এমজিআইয়ের বার্ষিক সেলস কনফারেন্স

ষষ্ঠবারের মতো এইচএসবিসি এক্সপোর্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেল ডিবিএল গ্রুপ

আরও কমেছে পেঁয়াজ আলু ও সবজির দাম

জাতীয় নির্বাচনের প্রার্থীদের ই-রিটার্ন দাখিলে এনবিআরের হেল্প ডেস্ক

আকাশপথে পণ্য পরিবহনে অফডক চান ব্যবসায়ীরা