হোম > অর্থনীতি

জুম মিটিংয়েই ৯০০ কর্মীকে চাকরিচ্যুত করলেন সিইও

মার্কিন মর্টগেজ কোম্পানি বেটার ডটকম। গত বুধবার কর্মীদের ডেকে জুম ওবেনিরারে হাজির হন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বিশাল গার্গ। ওয়েবিনারে আকস্মিকভাবে কোম্পানির প্রায় ৯ শতাংশ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দেন তিনি। ফলে বিনা নোটিশে নয় শতাধিক কর্মী চাকরি হারিয়েছেন।

সেই ওয়েবিনারের একটি কল রেকর্ড পেয়েছে মার্কিন সম্প্রচার মাধ্যম সিএনএন। রেকর্ডে বিশাল গার্গকে বলতে শোনা যাচ্ছে, ‘আপনি যদি অপর প্রান্তে থেকে থাকেন তাহলে আপনিই সেই দুর্ভাগাদের মধ্যে একজন যাদের ছাঁটাই তালিকায় রাখা হয়েছে। এই মুহূর্ত থেকেই আপনার চাকরি নেই।’ 

পরক্ষণেই তিনি বলেন, চাকরিচ্যুতি পরবর্তী পাওনাদি বিষয়ে আপনাকে এইচআর থেকে একটি ই-মেইল পাঠানো হবে। 

আকস্মিক এই ছাঁটাইয়ের ব্যাখ্যায় বিশাল গার্গ বাজারের অবস্থা, কর্মীদের পারফরমেন্স এবং প্রডাক্টিভিটির কথা উল্লেখ করেছেন। 

এ বিষয়ে ফরচুন ম্যাগাজিনের এক প্রতিবেদনে বলা হয়েছে, অনুৎপাদনশীল এবং দিনে মাত্র দুই ঘণ্টা কাজ করার মধ্যমে তাঁরা (ছাঁটাইকৃতরা) সহকর্মী ও গ্রাহকদের ঠকাচ্ছেন বলে অভিযোগ করেছেন বিশাল গার্গ। 

একটি সংক্ষিপ্ত জুম কলে বিশাল অত্যন্ত নির্বিকারভাবে বলেন, ‘আমার ক্যারিয়ারের দ্বিতীয়বার আমি এই কাজটা করছি। আমি এটা করতে চাই না।’

সফটব্যাংক সমর্থিক এই মর্টগেজ কোম্পানিটি গত মাসে ঘোষণা দিয়েছিল, তারা পুঁজিবাজারে তালিকাভুক্ত হতে যাচ্ছে। আর গত সপ্তাহেই একটি চুক্তি সম্পাদনের মাধ্যমে ৭৫ কোটি ডলার নগদ অর্থ পেয়েছে। এখন ১০০ কোটি ডলারের ব্যালেন্স শিট গড়ার প্রস্তুতি নিচ্ছে বেটার ডটকম। 

বিশাল গার্গ অবশ্য এর আগেও বিতর্কে জড়িয়েছিলেন। ফোর্বস ম্যাগাজিনের হাতে আসা ইমেইল বার্তায় দেখা যায় গার্গ লিখেছেন, ‘আপনারা ভয়ানক অলস। আপনারা আসলে অকর্মা ডলফিন...সুতরাং এটা এবার বন্ধ করেন। এখনই এসব বন্ধ করুন। আপনারা আমাকে জ্বালায়ে মারছেন।’ 

কোম্পানিতে পছন্দের লোকদের বাড়তি সুবিধা দেওয়ার অভিযোগও আছে।

যশোরের খেজুর রস: লক্ষ্য ১২০ কোটি টাকার গুড় উৎপাদন

ইসলামি ১০ ও সরকারি ৬ ব্যাংক: ঋণের অর্ধেকের বেশি অনাদায়ি

ছয় মাসে ৩ বিলিয়ন মার্কিন ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক

এনবিআর কর্মকর্তার নাম ভাঙিয়ে টাকা দাবি, সতর্কবার্তা

যুক্তরাষ্ট্র থেকে এল আরও ৫৭ হাজার টন গম

চট্টগ্রামে ওয়ালটন পণ্যের ক্রেতাদের হাতে উপহার হস্তান্তর

অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল আরও এক মাস

তুলা গবেষণা কেন্দ্রের ফুটি কার্পাসে নতুন সম্ভাবনা

১ জানুয়ারি কার্যকর: দেশের সব স্থলবন্দরের মাশুল বাড়ল ৫ শতাংশ

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর: ফসল ব্যবস্থাপনায় উত্তরের চার জেলায় কৃষির নতুন প্রকল্প