হোম > অর্থনীতি > করপোরেট

সুবিধাবঞ্চিত শিশুদের জীবনমান উন্নয়নে এমিরেটসের ‘ডোনেশন ম্যাচিং’ ক্যাম্পেইন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

এমিরেটস ৯টি দেশে কার্যক্রম পরিচালনাকারী ১৩টি এনজিওকে সহায়তা দিচ্ছে। ছবি: সংগৃহীত

বিশ্বব্যাপী শিশুদের স্বাস্থ্য ও কল্যাণের কাজে নিয়োজিত ১৩টি তৃণমূল এনজিওকে সহায়তা দেওয়ার লক্ষ্যে এমিরেটস এয়ারলাইনস ‘ডোনেশন ম্যাচিং’ ক্যাম্পেইনের উদ্বোধন করেছে। ১০ হাজার মার্কিন ডলার বা এর সমমান অর্থ পর্যন্ত যেকোনো মুদ্রায় প্রদত্ত অনুদানের বিপরীতে এমিরেটস এয়ারলাইনস ফাউন্ডেশন সমপরিমাণ অর্থ দেবে।

এমিরেটস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, প্রতিটি এমিরেটস ফ্লাইটে অনুদান এনভেলপ রাখা হবে এবং যাত্রীরা যেকোনো পরিমাণ অর্থ যেকোনো মুদ্রায় এই এনভেলপে ঢুকিয়ে যথাযথভাবে সিল করে কেবিন ক্রুদের হস্তান্তর করতে পারবে। ক্রেডিট অথবা ডেবিট কার্ডের মাধ্যমেও অনুদান দেওয়া যাবে। এমিরেটস এয়ারলাইনস ফাউন্ডেশনের স্বতন্ত্র, সুরক্ষিত ও ব্যবহার বান্ধব পেমেন্ট পোর্টালের মাধ্যমে যে কেউ অনুদান দিতে পারবেন। ব্যাংক ট্রান্সফার অথবা ‘এমিরেটস এয়ারলাইনস ফাউন্ডেশন’-এর অনুকূলেও অনুদানের অর্থ গৃহীত হবে।

বর্তমানে ফাউন্ডেশনটি ৯টি দেশে কার্যক্রম পরিচালনাকারী ১৩টি এনজিওকে সহায়তা দিচ্ছে। যেসব কার্যক্রমকে ফাউন্ডেশন পৃষ্ঠপোষকতা করে, তার মধ্যে রয়েছে—নিরাপদ আবাসন, অত্যাবশ্যকীয় পুষ্টি ও স্বাস্থ্যসেবা, শিক্ষার সুযোগ এবং ভোকেশনাল শিক্ষা উদ্যোগ ইত্যাদি। বিগত দুই দশকের অধিক সময় ধরে এমিরেটস এয়ারলাইনস ফাউন্ডেশন বিশ্বের হাজার হাজার শিশুদের জীবনে ইতিবাচক ভূমিকা রেখে আসছে।

এমিরেটসের গ্রাহক, দাতা ও এমপ্লয়িদের অনুদানের ওপর ভিত্তি করেই বিভিন্ন প্রকল্পকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। অনুদানের প্রায় সব অর্থই সরাসরি প্রকল্পগুলোকে হস্তান্তর করা হয়। প্রশাসনিক ব্যয়কে যথাসম্ভব ন্যূনতম পর্যায়ে রাখার জন্য এমিরেটসের এমপ্লয়ি এবং স্বেচ্ছাসেবকদের সহায়তা নেওয়া হয়।

ছয় মাসে ৩ বিলিয়ন মার্কিন ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক

এনবিআর কর্মকর্তার নাম ভাঙিয়ে টাকা দাবি, সতর্কবার্তা

যুক্তরাষ্ট্র থেকে এল আরও ৫৭ হাজার টন গম

চট্টগ্রামে ওয়ালটন পণ্যের ক্রেতাদের হাতে উপহার হস্তান্তর

অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল আরও এক মাস

তুলা গবেষণা কেন্দ্রের ফুটি কার্পাসে নতুন সম্ভাবনা

১ জানুয়ারি কার্যকর: দেশের সব স্থলবন্দরের মাশুল বাড়ল ৫ শতাংশ

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর: ফসল ব্যবস্থাপনায় উত্তরের চার জেলায় কৃষির নতুন প্রকল্প

বিশেষ ট্রাইব্যুনাল যেন গুদামঘর

কক্সবাজারে এমজিআইয়ের বার্ষিক সেলস কনফারেন্স