হোম > অর্থনীতি

চিনি, তেল ও পেঁয়াজের দাম কমেছে, দাবি বাণিজ্য উপদেষ্টার

আজকের পত্রিকা ডেস্ক­

আজ শনিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সংগঠনটির প্রয়াত সদস্যদের সন্তানদের মাঝে বৃত্তির চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। ছবি: আজকের পত্রিকা

দেশে চিনি, তেল ও পেঁয়াজের দাম কমেছে দাবি করে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, ‘আপনাদের সকলের সহযোগিতায় চিনি, পেঁয়াজের ও তেলের কিছুটা কমে এসেছে ইতিমধ্যে। আমরা চেষ্টা করছি, সামনে রমজানকে কেন্দ্র করে বাজারকে যতটুকু সম্ভব সহনশীল করতে। ইতিমধ্যে বাজারে নিত্যপণ্যের দাম কিছুটা কমে এসেছে। চাহিদা এবং জোগানের বিষয়কে যেন একটা সমানুপাতিক হারে রাখতে পারি। এ জন্য তিনি গণমাধ্যম কর্মীদের সহযোগিতা এবং দোয়া কামনা করেন।’

আজ শনিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সংগঠনটির প্রয়াত সদস্যদের সন্তানদের মাঝে বৃত্তির চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি।

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) তথ্যে দেখা যায়, শুক্রবার রাজধানীর বাজারগুলোতে খুচরায় বোতলজাত ৫ লিটার সয়াবিন তেলের দাম কিছুটা বেড়েছে, বিক্রি হচ্ছে ৮১৫–১১৮ টাকায়, যা এক সপ্তাহ আগে ছিল ৮০০–৮১০ টাকা।

বোতলজাত ১ লিটার সয়াবিন তেল বিক্রি হচ্ছে ১৬৭–১৭০ টাকায়। এ ছাড়া দুই লিটারের বোতল বিক্রি হচ্ছে ৩৩০–৩৪০ টাকায়। এগুলোর দাম এক সপ্তাহ আগেও একই ছিল।

তবে খোলা সয়াবিন তেলের দাম কিছুটা কমেছে, বিক্রি হচ্ছে ১৬৮–১৭০ টাকা লিটার, যা এক সপ্তাহ আগে ছিল ১৭০–১৭২ টাকা লিটার। খোলা পাম সুপার বিক্রি হচ্ছে ১৬০–১৬২ টাকা লিটার, যা এক সপ্তাহ আগে ছিল ১৬৫–১৬৬ টাকা লিটার।

দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১১৫–১৩০ টাকা কেজি, যা এক সপ্তাহ আগে ছিল ১৩০–১৫০ টাকা কেজি। আমদানির পেঁয়াজ পাওয়া যাচ্ছে ৮৫–১১০ টাকা কেজি, যা এক সপ্তাহ আগে ছিল ৯০–১২০ টাকা কেজি।

খুচরায় খোলা চিনি বিক্রি হচ্ছে ১২৫–১৩৫ টাকা কেজি, যা এক সপ্তাহ আগে ছিল ১২৮–১৩৫ টাকা কেজি।

বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘দেশে বিগত ১৫ বছরে একটি ক্রিমিনালাইজেশন সভ্যতা গড়ে উঠেছিল। রাষ্ট্রের মধ্যে আমাদের সমাজ অসম্ভবভাবে বিভক্ত ছিল। ভীতসন্ত্রস্ত ছিল প্রত্যেক সেক্টরের লোকজন। আমাদের মর্যাদাপূর্ণ সমাজ রূপান্তরে কাজ করতে হবে। আর এতে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ।’

জ্ঞান অর্জনকে একটি চলমান প্রক্রিয়া উল্লেখ করে তিনি বলেন, ‘শিক্ষার্থীদের জ্ঞান অর্জনে কঠোর পরিশ্রম করতে হবে এবং একই সঙ্গে লক্ষ্য অর্জনে প্রত্যয়ী হতে হবে।’

ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. শুকুর আলী শুভর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন এনআরবিসি ব্যাংকের পরিচালক ও রিস্ক ম্যানেজমেন্ট কমিটি চেয়ারম্যান একেএম মোস্তাফিজুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. রবিউল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মহি উদ্দিন।

পরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির প্রয়াত সদস্যদের সন্তানদের হাতে শিক্ষা বৃত্তির চেক তুলে দেন।

ঋণের অর্ধেকের বেশি অনাদায়ি

ছয় মাসে ৩ বিলিয়ন মার্কিন ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক

এনবিআর কর্মকর্তার নাম ভাঙিয়ে টাকা দাবি, সতর্কবার্তা

যুক্তরাষ্ট্র থেকে এল আরও ৫৭ হাজার টন গম

চট্টগ্রামে ওয়ালটন পণ্যের ক্রেতাদের হাতে উপহার হস্তান্তর

অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল আরও এক মাস

তুলা গবেষণা কেন্দ্রের ফুটি কার্পাসে নতুন সম্ভাবনা

১ জানুয়ারি কার্যকর: দেশের সব স্থলবন্দরের মাশুল বাড়ল ৫ শতাংশ

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর: ফসল ব্যবস্থাপনায় উত্তরের চার জেলায় কৃষির নতুন প্রকল্প

বিশেষ ট্রাইব্যুনাল যেন গুদামঘর