দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম কমেছে ১ হাজার ১৬৬ টাকা। এই দাম কমার কারণে প্রতি ভরি সবচেয়ে ভালো মানের সোনা কিনতে গ্রাহককে গুনতে হবে ৯১ হাজার ৯৬ টাকা।
বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার দাম কমার তথ্য জানায়। নতুন দাম আজ সোমবার থেকে কার্যকর হবে।
অন্যদিকে ২১ ক্যারেট প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৫০ টাকা কমিয়ে করা হয়েছে ৮৭ হাজার ১৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৮৭৫ টাকা কমিয়ে ৭৪ হাজার ৫৯১ টাকা করা হয়েছে। আর সনাতন পদ্ধতির সোনার দাম ভরিতে ৬৯৮ টাকা কমিয়ে ৬২ হাজার ১৬৯ টাকা নির্ধারণ করা হয়েছে।
চার মাসের ব্যবধানে সোনার দাম বেড়েছে ছয়বার। গত ৮ ও ১৫ জানুয়ারি এবং গত বছরের ১৩ ও ১৮ নভেম্বর, ৪ ও ৩০ ডিসেম্বর বাজারে সোনার দাম বাড়ানো হলে ২২ ক্যারেটের সোনার ভরি রেকর্ড দাম হয় ৯৩ হাজার ৪২৯ টাকা।