হোম > অর্থনীতি

দুদিনের মেলায় ১৭ লাখ টাকার কেনাবেচা

অর্চি হক, ঢাকা

নারী উদ্যোক্তাদের মিলনমেলায় পরিণত হওয়া ‘উই কালারফুল ফেস্ট’ শেষ হয়েছে আজ বৃহস্পতিবার। উইমেন অ্যান্ড ই-কমার্স ট্রাস্ট (উই) আয়োজিত দুদিনের এই মেলায় বিক্রি হয় ১৭ লাখ টাকার পণ্য। বিক্রির শীর্ষে রয়েছে খাদ্যপণ্য।

আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, মেলার শেষ দিন বিকেল পর্যন্ত খাদ্যপণ্য বিক্রি হয় ৩ লাখ ৫৫ হাজার টাকার। আর ফ্যাশন পণ্য বিক্রি হয় ১ লাখ ৩০ হাজার ৮৫০ টাকা। এ ছাড়া ৪৫ হাজার ২০০ টাকার অন্যান্য পণ্য বিক্রি হয়েছে। বিকেল পর্যন্ত তিন ক্যাটাগরি মিলিয়ে মোট বিক্রি ছিল সাড়ে পাঁচ লাখ টাকার পণ্য। কিন্তু সন্ধ্যা পেরোতেই সেই অংক তিন গুণ ছাড়িয়ে যায়৷ সবশেষ রাত দশটায় জানা যায়, বিক্রি হয়েছে ১৬ লাখ ৯৮ হাজার টাকার পণ্য। তখনও বিক্রি চলছিল।

উই কালারফুল ফেস্ট সম্পর্কে উই-এর প্রতিষ্ঠাতা ও সভাপতি নাসিমা আক্তার নিশা বলেন, ‘দুদিনের মেলায় আমরা আশাতীত সাড়া পেয়েছি। সব সময় চেয়েছি নারী উদ্যোক্তাদের জন্য ভালো কিছু করতে। এরই একটা অংশ হলো উই কালারফুল ফেস্ট। কত টাকার পণ্য বিক্রি হলো, তার চেয়ে বড় কথা হলো আমার নারী উদ্যোক্তারা কী কী শিখতে পারল। আমরা চেষ্টা করেছি এই দুদিনে আমাদের উদ্যোক্তাদের নেটওয়ার্কিংসহ স্কিল ডেভেলপমেন্টের জন্য কিছু সেশন করার। আশা করি, সেগুলো তাদের কাজে লাগবে।’ 

এবারের মেলায় ছিল দেশীয় পণ্য নিয়ে নারী উদ্যোক্তাদের অংশগ্রহণ। দেশীয় পণ্যের উদ্যোক্তাদের ছিল মোট ৮৮ স্টল। তাঁদের স্টলজুড়ে ছিল শাড়ি, গয়না, মসলা ইত্যাদি বিভিন্ন দেশীয় পণ্যের সম্ভার। 

মেলার শেষ দিনে উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। তিনি বলেন, ‘দেশের অর্থনীতি যে এগিয়ে যাচ্ছে, সেখানে এই নারী উদ্যোক্তাদের অবদান অনেক। আশা করব তাঁরা আরও এগিয়ে যাবেন। এ সময় তিনি নারী উদ্যোক্তাদের নিয়ে কাজ করার জন্য উইকে ধন্যবাদ জানান।’ 

ধানমন্ডির ম্যারিয়ট কনভেনশন সেন্টারে গত ৩০ মার্চ শুরু হয় উই কালারফুল ফেস্ট। এবার ছিল এই মেলার পঞ্চম আয়োজন। 

মেলায় আসা নারী উদ্যোক্তা ফারহানা আক্তার বলেন, ‘এটা শুধু একটা মেলা নয়। এটা আমাদের শেখার, জানার, বোঝার একটা জায়গা। প্রতি বছর আমি এখানে আসতে চাই।’ 

এবারের আয়োজনে পৃষ্ঠপোষকতায় ছিল দারাজ বাংলাদেশ লিমিটেড, বেঙ্গল ডায়মন্ড ও ফুড পান্ডা। 

উই-এর জনসংযোগ শাখার প্রধান রোকসানা তরফদার জানান, সারা দেশে জেলা এবং বিভাগীয় পর্যায়েও এমন মেলার আয়োজন করে থাকেন তাঁরা। পাশাপাশি অনলাইনেও চলে নানা আয়োজন। এসব মেলা নারী উদ্যোক্তাদের পণ্য পরিচিত করতে সাহায্য করে।

ফের অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনায় বসছে ঢাকা–কাঠমান্ডু

আস্থায় আমানত বাড়ছে ব্যাংকে

আট মেগা প্রকল্পের ব্যয়ে বড় ধরনের সংকোচন

বেনাপোল কাস্টমসে রাজস্ব ঘাটতি ১,০১৩ কোটি টাকা

তৃতীয় প্রান্তিকে বিদেশি বিনিয়োগ বেড়েছে ২০০ শতাংশ, বিডার তথ্য

স্টার্টআপ পুনঃ অর্থায়ন তহবিল বাস্তবায়নে কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে এনআরবি ব্যাংকের চুক্তি

বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্স কোম্পানির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ইসলামী ব্যাংকের এমক্যাশ রিব্র্যান্ডিং কার্যক্রম উদ্বোধন

আইসিএসবি ও আইসিএমএবি অ্যাওয়ার্ড অর্জনের সাফল্য উদ্‌যাপন করল ওয়ালটন

চার সমস্যার সমাধান চান অ্যাকসেসরিজ-প্যাকেজিং উদ্যোক্তারা