হোম > অর্থনীতি > শেয়ারবাজার

ভারতীয় শেয়ারবাজারে মার্কিন কোম্পানির ৪৩ হাজার কোটি রুপি মুনাফা, তদন্তে চাঞ্চল্যকর তথ্য

আজকের পত্রিকা ডেস্ক­

ভারতের পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অব ইন্ডিয়ার কার্যালয়। ছবি: সংগৃহীত

ভারতের শেয়ারবাজারের বিকল্প (অপশনস্) ট্রেডিংয়ে মার্কিন কোয়ান্টিটেটিভ ট্রেডিং ফার্ম জেন স্ট্রিটের বিশাল অঙ্কের মুনাফা করেছে। এ নিয়ে ভারতীয় পুঁজিবাজারে বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। একটি আদালত মামলায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ভারতীয় অপশনস্ মার্কেটে ১০০ কোটি ডলারেরও বেশি মুনাফা করার অভিযোগ উঠলে ভারতের বাজার নিয়ন্ত্রক সংস্থা এসইবিআই (সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অব ইন্ডিয়া) নড়েচড়ে বসে।

এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, অভিযোগের পরিপ্রেক্ষিতে এসইবিআই ওই মার্কিন ট্রেডারের লেনদেনের ধরন খতিয়ে দেখতে তদন্ত শুরু করে। এসইবিআই-এর অন্তর্বর্তীকালীন প্রতিবেদনে জেন স্ট্রিটের কিছু নির্দিষ্ট ট্রেডিং কৌশলের মাধ্যমে বিশাল অঙ্কের মুনাফা অর্জনের চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। এতে বাজারের স্বচ্ছতা ও জবাবদিহি নিয়ে প্রশ্ন উঠেছে।

এসইবিআইয়ের অন্তর্বর্তীকালীন প্রতিবেদন অনুযায়ী, জেন স্ট্রিট গ্রুপ বিশেষ করে ব্যাংক নিফটি অপশনস্-এর মেয়াদপূর্তির দিনগুলোতে সুনির্দিষ্ট কৌশল ব্যবহার করে লেনদেন করত। এই কৌশল তাদের মোট সূচক অপশনস্ মুনাফার ৪০ শতাংশ এনে দিয়েছে। ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ২০২৫ সালের ৩১ মার্চের মধ্যে প্রতিষ্ঠানটি ৪৩ হাজার ২৮৯ দশমিক ৩ কোটি রুপি মুনাফা করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদনে গত বছরের ১৭ জানুয়ারি জেন স্ট্রিটের এবং অন্যান্য ১৪টি ব্যাংকের নিফটি অপশনস্ মেয়াদপূর্তির দিনের লেনদেন বিশ্লেষণ করে এই অস্বাভাবিক মুনাফার কৌশলগুলো চিহ্নিত করা হয়েছে।

উল্লেখ্য, ব্যাংক নিফটি বা নিফটি ব্যাংক, ভারতের ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের (এনএসই) একটি গুরুত্বপূর্ণ স্টক মার্কেট ইনডেক্স। এটি বিশেষভাবে ভারতীয় ব্যাংকিং খাতের পারফরম্যান্স ট্র্যাক করে। সহজ কথায়, এটি ভারতের শীর্ষস্থানীয় এবং সবচেয়ে সক্রিয়ভাবে লেনদেন হওয়া ১২টি ব্যাংকের স্টকের সম্মিলিত গতিবিধি এবং অবস্থান পরিমাপ করে।

প্রথম কৌশল

সকালের আগ্রাসী ক্রয়: মেয়াদপূর্তির দিনের সকালে জেন স্ট্রিট সূচকের অন্তর্নিহিত স্টক/ফিউচার্সে বড় পরিমাণে ব্যাংক নিফটি কিনত।

একই সকালে বিক্রয়: একই সকালে তারা ব্যাংক নিফটি ইনডেক্স অপশনসের মাধ্যমে বিক্রি করত।

দুপুরের আগ্রাসী বিক্রয়: দুপুরের দিকে তারা আগ্রাসীভাবে অন্তর্নিহিত স্টক/ফিউচার্সে বড় পরিমাণে ব্যাংক নিফটি বিক্রি করত।

চূড়ান্ত মুনাফা: ব্যাংক নিফটি সূচক অপশনস্ সেগমেন্টে সর্বোচ্চ শর্ট পজিশনে থাকার সময় ব্যাংক নিফটি সূচকের সফট ক্লোজ থেকে তারা লাভ করত।

দ্বিতীয় কৌশল

শেষ দুই ঘণ্টার আগ্রাসী বিক্রয়: জেন স্ট্রিট মেয়াদপূর্তির দিনের শেষ দুই ঘণ্টায় স্টক/ফিউচার্স/ব্যাংক নিফটি ফিউচার্স বড় পরিমাণে আগ্রাসীভাবে বিক্রি করত।

মেয়াদপূর্তির দিনে শর্ট পজিশন: তারা মেয়াদপূর্তির দিনে ব্যাংক নিফটি অপশনসে শর্ট পজিশন রাখত।

সফট ক্লোজ সুবিধা: ব্যাংক নিফটি অপশনসের সফট ক্লোজ তাদের মুনাফায় সহায়তা করত।

তৃতীয় কৌশল

শেষ দুই ঘণ্টার আগ্রাসী ক্রয়: জেন স্ট্রিট শেষ দুই ঘণ্টায় নিফটি ফিউচার্সে (স্টক ফিউচার্স) বড় পরিমাণে শেয়ার আগ্রাসীভাবে কিনত।

মেয়াদপূর্তির দিনে নিফটি লং পজিশন: মেয়াদপূর্তির দিনে তারা নিফটি সূচক অপশনসের মাধ্যমে নিফটি লং পজিশন নিত।

এসইবিআইয়ের পর্যবেক্ষণ

বাজার নিয়ন্ত্রক এসইবিআইয়ের মতে, এই মার্কিন ট্রেডার মাত্র ২১ দিনেই মোট ৪ হাজার ৮৪৩ কোটি রুপির অবৈধ মুনাফা করেছে। ২০২৩ সালের জানুয়ারি থেকে ২০২৫ সালের মার্চের মধ্যে, জেন স্ট্রিট অপশনস্ ট্রেডিং থেকে ৪৪ হাজার ৩৫৮ কোটি রুপি মুনাফা করেছে, স্টক ফিউচার্সে ৭ হাজার ২০৮ কোটি রুপি এবং সূচক ফিউচার্সে ১৯১ কোটি রুপি লোকসান করেছে। এ ছাড়া, ক্যাশ সেগমেন্টে ২৮৮ কোটি রুপি লোকসান হয়েছে। সব মিলিয়ে তাদের সামগ্রিক মুনাফা দাঁড়িয়েছে ৩৬ হাজার ৬৭১ কোটি রুপি।

এসইবিআইয়ের এই অন্তর্বর্তীকালীন প্রতিবেদন ভারতীয় শেয়ারবাজারে কোয়ান্টিটেটিভ ট্রেডিং ফার্মগুলোর কার্যকলাপ এবং তাদের দ্বারা সম্ভাব্য বাজার কারসাজি নিয়ে গভীর উদ্বেগ তৈরি করেছে।

এসইবিআই জেন স্ট্রিট গ্রুপকে ভারতীয় পুঁজিবাজারে লেনদেন থেকে সম্পূর্ণরূপে নিষিদ্ধ করেছে এবং তাদের ৪ হাজার ৮৪৩ কোটি রুপির অবৈধ মুনাফা বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছে।

এই পদক্ষেপের ফলে ভারতের পুঁজিবাজারে বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের (এফআইআই) ওপর নিয়ন্ত্রক সংস্থার নজরদারি আরও জোরদার হবে বলে ধারণা করা হচ্ছে। জেন স্ট্রিট অবশ্য এসইবিআইয়ের এই সিদ্ধান্তের বিরোধিতা করেছে এবং নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে আরও আলোচনা করার কথা জানিয়েছে। এসইবিআইয়র এই তদন্ত আরও বিস্তৃত হতে পারে এবং অন্যান্য সূচক ও এক্সচেঞ্জ জুড়ে জেন স্ট্রিটের লেনদেনও খতিয়ে দেখা হতে পারে।

অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল আরও এক মাস

তুলা গবেষণা কেন্দ্রের ফুটি কার্পাসে নতুন সম্ভাবনা

১ জানুয়ারি কার্যকর: দেশের সব স্থলবন্দরের মাশুল বাড়ল ৫ শতাংশ

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর: ফসল ব্যবস্থাপনায় উত্তরের চার জেলায় কৃষির নতুন প্রকল্প

বিশেষ ট্রাইব্যুনাল যেন গুদামঘর

কক্সবাজারে এমজিআইয়ের বার্ষিক সেলস কনফারেন্স

ষষ্ঠবারের মতো এইচএসবিসি এক্সপোর্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেল ডিবিএল গ্রুপ

আরও কমেছে পেঁয়াজ আলু ও সবজির দাম

জাতীয় নির্বাচনের প্রার্থীদের ই-রিটার্ন দাখিলে এনবিআরের হেল্প ডেস্ক

আকাশপথে পণ্য পরিবহনে অফডক চান ব্যবসায়ীরা