হোম > অর্থনীতি

যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা তুলায় তৈরি পোশাকের শুল্কমুক্ত সুবিধা চায় বিজিএমইএ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি ফারুক হাসান বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্য সম্পর্ক সম্প্রসারণ করতে যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা তুলায় তৈরি পোশাকের শুল্কমুক্ত প্রবেশাধিকার চেয়েছেন। এতে দুই দেশের ভোক্তারাও উপকৃত হবে বলে জানান ফারুক হাসান। 

আজ বৃহস্পতিবার ঢাকায় অনুষ্ঠিত কটন ইউএসএ আয়োজিত এক অনুষ্ঠানে বিজিএমইএর সভাপতি ফারুক হাসান এসব কথা বলেন। 

ফারুক হাসান বলেন, ‘যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা তুলা দিয়ে তৈরি করা পোশাকের জন্য শুল্কমুক্ত প্রবেশাধিকার দিলে বাণিজ্য সম্পর্ক আরও সম্প্রসারিত করতে পারব। এতে শুধু বাংলাদেশি পোশাক রপ্তানিকারকেরা উপকৃত হবেন তা নয়, বরং মার্কিন তুলাচাষিরা, সরবরাহকারী ও ভোক্তারা লাভবান হবেন। সবার জন্যই লাভজনক পরিস্থিতির সৃষ্টি হবে।’ 

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সহযোগিতা সম্প্রসারণের মাধ্যমে দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়ানোর সম্ভাবনার ওপর জোর দিয়ে ফারুক হাসান আরও বলেন, ‘আমদানি করা মার্কিন কটনের ওপর সম্প্রতি বাধ্যতামূলক ডাবল ফিউমিগেশন বিধি অপসারণের ইতিবাচক প্রভাব ফেলেছে। এটা আমদানি প্রক্রিয়াকে সহজ, সময় সাশ্রয়, ঝামেলা ও খরচ কমিয়েছে।’ 

বাণিজ্য বাড়ানোর উপায়গুলোর মধ্যে কটন হচ্ছে একটি প্রতিশ্রুতিশীল খাত, যেখানে উভয় পক্ষের জন্যই বিশাল সুযোগ রয়েছে। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তুলা আমদানিকারক দেশ হিসেবে বাংলাদেশের অবস্থান বিবেচনা করে এ ধরনের কৌশলগত সহযোগিতার গুরুত্ব রয়েছে বলেও জানান ফারুক হাসান। 

বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বলেন, বাংলাদেশের অন্যতম প্রধান বাণিজ্যিক অংশীদার যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতার মাধ্যমে বৃহত্তর বাণিজ্য ও বিনিয়োগ সম্ভাবনা রয়েছে। 

কটন ডে উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাস, কটন কাউন্সিল ইন্টারন্যাশনালের (সিসিআই) বাংলাদেশের প্রতিনিধি আলী আরসালান, সিসিআইর আঞ্চলিক পরিচালক উইলিয়াম বেটেনডর্ফ, বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি মোহাম্মদ আলী খোকন, কটন ইউএসএ সলিউশনের লেই পেল এবং এলডিসি প্রধান জোয়ের্গ বাউরসাচস।

গভর্নরের মুখের কথায় ‘হ্যাঁ’ ভোটে সিএসআরের টাকা ঢালতে অস্বস্তি, প্রজ্ঞাপন চান ব্যাংকাররা

বেসরকারি পরিচালনায় পানগাঁও কনটেইনার টার্মিনালের কার্যক্রম ফের শুরু

ডালে ৩০ শতাংশ শুল্ক দিয়ে প্রতিশোধ নিয়েছেন মোদি, টেরই পাননি ট্রাম্প

সৌদি আরবে স্বর্ণের বিশাল ভান্ডার, নতুন করে ২ লাখ ২১ হাজার কেজির সন্ধান

চীনের সঙ্গে বাণিজ্য চুক্তি: মার্কিন বলয় থেকে কেন বেরোতে চায় কানাডা

স্কয়ার ফার্মার ১০ লাখ শেয়ার কিনবেন রত্না পাত্র

ভেনামি চিংড়ির পোনা আমদানি স্থগিত

বন্ধ ও লভ্যাংশহীন কোম্পানির জন্য হচ্ছে ‘আর’ ক্যাটাগরি

পাঁচ ঝুঁকিতে বাংলাদেশের অর্থনীতি

বাংলাদেশ-নেপাল বাণিজ্য চুক্তি চূড়ান্তের পথে