হোম > অর্থনীতি

পরিবেশবান্ধব সনদ পেল আরও ৪ কারখানা

তৈরি পোশাকশিল্পের আরও চারটি কারখানা পরিবেশবান্ধব সনদ পেয়েছে। নতুন স্বীকৃতি পাওয়া প্রতিষ্ঠানগুলো হলো গাজীপুর কবি জসীমউদ্‌দীন রোডের অনন্ত জিন্সওয়্যার লিমিটেড, গাজীপুর সদরের বেসিক শার্ট লিমিটেড, গাজীপুর কাশিমপুরের বিগ বস করপোরেশন লিমিটেড ও অ্যাপটেক ক্যাজুয়ার লিমিটেড।

গতকাল বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। এর ফলে দেশে পরিবেশবান্ধব কারখানার সংখ্যা হলো ২২৪টি।

বিজিএমইএ জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিলের (ইউএসজিবিসি) পরিবেশবান্ধব সনদ পাওয়ার ৯টি শর্ত পরিপালনে মোট ১১০ নম্বরের মধ্যে কোনো কারখানা ৮০-এর বেশি পেলে ‘লিড প্লাটিনাম’, ৬০-৭৯ পেলে ‘লিড গোল্ড’, ৫০-৫৯ নম্বর পেলে ‘লিড সিলভার’ এবং ৪০-৪৯ নম্বর পেলে ‘লিড সার্টিফায়েড’ সনদ দেয়।

অনন্ত জিন্সওয়্যার লিমিটেড ও বেসিক শার্ট লিমিটেড নামের দুটি প্রতিষ্ঠান ৯০ পয়েন্ট অর্জন করে প্লাটিনাম সনদ পেয়েছে। অপর দুটি প্রতিষ্ঠানও প্লাটিনাম সনদ পেয়েছে। তাদের মধ্যে বিগ বস করপোরেশন লিমিটেড অর্জন করেছে ৮৮ পয়েন্ট এবং অ্যাপটেক ক্যাজুয়ার লিমিটেড ৮৬ পয়েন্ট।

বিজিএমইএর তথ্যানুযায়ী, তৈরি পোশাক ও বস্ত্র খাতে বর্তমানে লিড সনদ পাওয়া পরিবেশবান্ধব কারখানা বেড়ে হয়েছে ২২৪। এর মধ্যে ৮৮টিই লিড প্লাটিনাম সনদধারী। এ ছাড়া ১২২টি গোল্ড, ১০টি সিলভার ও ৪টি কারখানা সার্টিফায়েড সনদ পেয়েছে।

বিশ্বের শীর্ষস্থানীয় ১০ পরিবেশবান্ধব কারখানার ৯টিই বাংলাদেশে। এর মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়ে বিশ্বের শীর্ষ পরিবেশবান্ধব কারখানার স্বীকৃতি লাভ করে গাজীপুরের কোনাবাড়ীর এসএম সোর্সিং। ১১০ নম্বরের মধ্যে কারখানাটি ১০৬ পেয়েছে।

দেশের প্রথম ‘ক্যাশলেস’ জেলা হতে যাচ্ছে কক্সবাজার

প্রগতি ইন্ডাস্ট্রিজের গ্র্যাচুইটি ফান্ড: কর্মকর্তার অবহেলায় ৬৫ লাখ টাকার ক্ষতি

বিসিআইয়ের সাধারণ সভা: ভ্যাট ও করকাঠামো যুক্তিসংগত করার দাবি

ব্যাংকিং খাতে সঞ্চিতির সংকট: সুরক্ষা ঝুঁকিতে গ্রাহকের আমানত

জেবিএস হোল্ডিংসের ফ্ল্যাট কিনলে বিশেষ ছাড় পাবেন প্রাইম ব্যাংকের গ্রাহকেরা

পুনরায় বিটিএমএর প্রেসিডেন্ট শওকত আজিজ রাসেল

খোলাবাজারে ডলারের দাম বেড়ে ১২৬ টাকা

র‍্যাংগ্‌স ইলেকট্রনিকস ও র‍্যাডিসন ব্লুর মধ্যে সমঝোতা স্মারক সই

বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড উন্মোচন করল ‘অল-নিউ হোন্ডা NX 200’

ফজলে হাসান আবেদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ