হোম > অর্থনীতি

রাইস ব্র্যান তেল রপ্তানিতে ২৫ শতাংশ শুল্ক আরোপ

আজকের পত্রিকা ডেস্ক­

রাইস ব্র্যান অয়েল বা কুঁড়ার তেল রপ্তানিতে ২৫ শতাংশ নিয়ন্ত্রণমূলক শুল্ক (আরডি) আরোপ করেছে এনবিআর।

পরিশোধিত ও অপরিশোধিত রাইস ব্র্যান অয়েল বা কুঁড়ার তেল রপ্তানিতে ২৫ শতাংশ নিয়ন্ত্রণমূলক শুল্ক (আরডি) আরোপ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আজ রোববার অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকার, কাস্টমস আইন, ২০২৩-এর (২০২৩ সনের ৫৭ নম্বর আইন) ধারা ১৮-এর উপধারা (২)-এ প্রদত্ত ক্ষমতাবলে, জাতীয় রাজস্ব বোর্ডের সঙ্গে পরামর্শক্রমে জনস্বার্থে ওই আইনের প্রথম তফসিলভুক্ত পণ্যগুলোর মধ্যে পরিশোধিত ও অপরিশোধিত রাইস ব্র্যান অয়েল পণ্য রপ্তানির ক্ষেত্রে ২৫ শতাংশ হারে রেগুলেটরি শুল্ক আরোপ করল।

এর আগে রাইস ব্র্যান অয়েল বা কুঁড়ার তেল রপ্তানিতে ২৫ শতাংশ আরডি আরোপের সুপারিশ করে এনবিআরকে চিঠি দেয় বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন। স্থানীয় বাজারে যৌক্তিক মূল্যে বিকল্প ভোজ্যতেল হিসেবে সরবরাহ বাড়াতে ও ভর্তুকি মূল্যে প্রান্তিক জনগোষ্ঠীকে সরবরাহের লক্ষ্যে গত ২৯ জানুয়ারি এনবিআর চেয়ারম্যানকে এ চিঠি দেওয়া হয়।

ট্যারিফ কমিশনের চিঠিতে বলা হয়, স্থানীয় বাজারে যৌক্তিক মূল্যে পরিশোধিত রাইস ব্র্যান তেলের সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে পরিশোধিত ও অপরিশোধিত রাইস ব্র্যান তেল রপ্তানিতে রাইস ব্র্যানের মতো ২৫ শতাংশ হারে আরডি আরোপ করা যেতে পারে।

চিঠিতে আরও বলা হয়, গত ১০ নভেম্বর বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনে দেশীয় শিল্প স্বার্থ সংরক্ষণে রাইস ব্র্যান অয়েল রপ্তানির সম্ভাবনা বিষয়ে একটি সেমিনার অনুষ্ঠিত হয়। অংশীজনের মতামতের ভিত্তিতে গত ১১ ডিসেম্বর স্থানীয় বাজারে ভোজ্যতেলের সরবরাহ বাড়াতে রাইস ব্র্যান অয়েল বা রাইস ব্র্যান ক্রুড অয়েল রপ্তানিতে নিয়ন্ত্রণ আরোপ বিষয়ে সুপারিশ-সংবলিত একটি বিশ্লেষণাত্মক প্রতিবেদন পাঠানো হয়েছে।

প্রতিবেদনের সুপারিশে উল্লেখ করা হয়, স্থানীয় বাজারে যৌক্তিক মূল্যে পরিশোধিত রাইস ব্র্যান তেলের সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে অপরিশোধিত বা পরিশোধিত রাইস ব্র্যান তেল রপ্তানিতে রাইস ব্র্যানের মতো ২৫ শতাংশ হারে আরডি আরোপ করা যেতে পারে।

সেরা ফিল্ড ফোর্সদের বিশেষ সম্মাননা দিল নগদ

ইনফরমেশন হেল্প ডেস্ক চালু করল ডিএসই

ট্রাভেল ও ট্যুরিজম অ্যাওয়ার্ড: লিড স্পনসর ‘গ্যালাক্সি’, হসপিটালিটি পার্টনার ইন্টারকন্টিনেন্টাল ঢাকা

ভারত থেকে আসা পণ্যবাহী ট্রাকের চলাচল নজরদারি করবে এনবিআর

ওয়ালটনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নজরুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী পালিত

রেমিট্যান্স সংগ্রহে অভাবনীয় সাফল্য অর্জন জনতা ব্যাংকের

রেমিট্যান্স অ্যাওয়ার্ড পেয়েছে ইসলামী ব্যাংক

২০ কোটি টাকার বেশি সব ঋণ ফের যাচাই করা হবে: গভর্নর

একীভূত পাঁচ ব্যাংকের নামের সাইনবোর্ড বদলাচ্ছে আজ-কালের মধ্যেই: গভর্নর

সীমাবদ্ধতার মাঝেও সাফল্যের গল্প