হোম > অর্থনীতি

প্রবাসী আয়ের প্রণোদনা ২ শতাংশই থাকছে

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: প্রবাসী আয়ের ওপর দুই শতাংশই প্রণোদনা রাখছে সরকার। এ প্রণোদনা চার শতাংশ করার জন্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে প্রস্তাব গিয়েছিল অর্থমন্ত্রীর কাছে। কিন্তু ২০২০-২১ অর্থ বছরের মত এ প্রণোদনা এ বছরেও অপরিবর্তিত থাকছে। ২০২১-২২ অর্থ বছরে বাজেট ঘোষণার বক্তৃতায় এ ঘোষণা দেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বাজেট বক্তৃতায় তিনি বলেন, কোভিড-১৯ মহামারিকালে বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা জনিত কারণে রপ্তানি বাণিজ্যের প্রবৃদ্ধি নিয়ে বাংলাদেশ অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছে। এ সময়ে প্রবাসী আয় আমাদের স্বস্তির মধ্যে রেখেছে। চলতি অর্থ বছরে রেমিট্যান্স এসেছে ২২ দশমিক ৭৫ বিলিয়ন। সামগ্রিক বাস্তবতায় এবং বৈধ পথে প্রবাসী আয় প্রেরণকে উৎসাহিত করতে আগামী অর্থ বছরেও এ খাতে দুই শতাংশ হারে নগদ প্রণোদনা অব্যাহত রাখার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। পাশাপাশি ব্যাংকের মাধ্যমে প্রবাসী আয়ের প্রবাহ বৃদ্ধিতে সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে বিশেষ প্যাকেজ কর্মসূচি চালুর উদ্যোগ গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

বাজেট বক্তৃতায় তিনি বলেন, করোনার মধ্যে ২০২০ সালে ২ লাখ ১৭ হাজার ৬৬৯ জন শ্রমিক রপ্তানি করতে পেরেছে বাংলাদেশ। এ বছরে প্রথাগত বাজারের বাইরে এসে পূর্ব ইউরোপের পোল্যান্ড, আলবেনিয়া, রোমানিয়া, স্লোভেনিয়া, বসনিয়া, এশিয়ার উজবেকিস্তান, কাজাখস্তান, ভিয়েতনাম ও কম্বোডিয়ায় নতুন শ্রম বাজার হিসেবে কর্মী প্রেরণ শুরু হয়েছে। এ ছাড়া ২০২০ সালে ২১ হাজার ৯৩৪ জন নারী কর্মীর বিদেশে কর্মসংস্থান করেছে বাংলাদেশ।

আ হ ম মুস্তফা কামাল বলেন, দেশের অভ্যন্তরীণ কর্মসংস্থানের ওপর চাপ কমাতে বৈদেশিক কর্মসংস্থানের ক্ষেত্রে নির্বাচনী ইশতেহার ২০১৮ অনুযায়ী প্রতি উপজেলা হতে গড়ে এক হাজার কর্মী বিদেশে রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ জন্য ৪০টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের জনবল সৃষ্টি, আরও ২২ জেলায় জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস স্থাপন, প্রবাসী কর্মীদের কল্যাণে বিদেশে আরও নতুন ৭টি শ্রম কল্যাণ উইং স্থাপন এবং ৮টি বিভাগীয় শহরে বিভাগীয় কর্মসংস্থান ও জনশক্তি অফিসের নিজস্ব ভবন স্থাপনসহ মাঠ পর্যায়ে বিশ্ব মানের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ সুবিধা পৌঁছে দেওয়ার লক্ষ্যে সরকার বিস্তারিত পরিকল্পনা গ্রহণ করেছে।

আরও পড়ুন:

আরও কমেছে পেঁয়াজ আলু ও সবজির দাম

জাতীয় নির্বাচনের প্রার্থীদের ই-রিটার্ন দাখিলে এনবিআরের হেল্প ডেস্ক

আকাশপথে পণ্য পরিবহনে অফডক চান ব্যবসায়ীরা

আইএফআইসি ব্যাংকের পরিচালনা পর্ষদের জন্য মানি লন্ডারিং প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

বিএসআরএম স্টিলসের ২৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

রোজার আগে কমেছে খেজুরের আমদানি শুল্ক

২০১৭ সালের পর সবচেয়ে খারাপ অবস্থানে ডলার

মেট্রোরেলের টিকিটে ভ্যাট অব্যাহতির মেয়াদ বাড়ল

রাজধানীতে শুরু হয়েছে চার দিনের আবাসন মেলা

যুব কর্মসংস্থানে ১৮৩৯ কোটি টাকা ঋণ দেবে বিশ্বব্যাংক