হোম > অর্থনীতি

পদত্যাগে বাধ্য হওয়া ব্যাংকারদের চাকরিতে পুনর্বহালের দাবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

করোনা মহামারীকালে নানা অজুহাতে পদত্যাগে বাধ্য হওয়া এবং ছাঁটাইয়ের শিকার ব্যাংক কর্মকর্তাদের চাকরিতে পুনর্বহালের দাবি জানানো হয়েছে। 

আজ সোমবার বাংলাদেশ ব্যাংকের সামনে এক মানববন্ধন থেকে এ দাবি জানান চাকরিচ্যুত কর্মকর্তারা। পরে মানববন্ধন শেষে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরকে চিঠি দিয়েছেন তারা। 

মানববন্ধনে বলা হয়, করোনার সময়ে বিভিন্ন বেসরকারি ব্যাংক তার কর্মীদের চাকরিচ্যুত বা পদত্যাগে বাধ্য করে। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায়ও তাদের পুনর্বহালের কথা বলা হয়। এ নিয়ে ব্যাংকারদের পক্ষে হাইকোর্টও রুল জারি করেছেন। তবে বাংলাদেশ ব্যাংক ও হাইকোর্টের নির্দেশনার প্রায় ৩ বছর হলেও একজন ব্যাংকারকেও চাকরিতে পুনর্বহাল করা হয়নি। এসময় তারা বৈষম্যবিরোধী আচরণ দূর করে দ্রুত চাকরিতে পুনর্বহালের দাবি জানান। 

বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, করোনাকালীন ২০২০ সালের পহেলা জানুয়ারি থেকে ২০২১ সালের ৯ আগস্ট পর্যন্ত বেসরকারি ছয় ব্যাংকের তিন হাজার ৩১৩ কর্মকর্তা-কর্মচারী চাকরি ছেড়েছেন। 

বাংলাদেশ ব্যাংকের পরিপত্রে বলা হয়, ব্যাংক যেন ইচ্ছামাফিক কর্মকর্তা-কর্মচারী ছাঁটাই করতে না পারে, সে বিষয়ে নির্দেশনা রয়েছে। সম্প্রতি কিছুসংখ্যক ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ পাওয়া গেছে, সুনির্দিষ্ট ও প্রমাণিত কোনো অভিযোগ না থাকা সত্ত্বেও করেনাকালীন শুধু লক্ষ্যমাত্রা অর্জন না করা বা অদক্ষতার অজুহাতে কর্মকর্তা-কর্মচারীদের চাকরিচ্যুত করা হয় এবং চাকরি থেকে পদত্যাগে বাধ্য করা হয়। কোনো কোনো ক্ষেত্রে পদত্যাগ করার পর কর্মকর্তা-কর্মচারীদের প্রাপ্য আর্থিক সুবিধা প্রদান করা হচ্ছে না, যা নির্দেশনার পরিপন্থী।

আইসিএসবি ও আইসিএমএবি অ্যাওয়ার্ড অর্জনের সাফল্য উদ্‌যাপন করল ওয়ালটন

চার সমস্যার সমাধান চান অ্যাকসেসরিজ-প্যাকেজিং উদ্যোক্তারা

স্বাস্থ্যসেবায় ৪০ বছর উদ্‌যাপন করল অ্যারিস্টোফার্মা

ই-কমার্সে দিনে ৩ হাজার কেজি গুড়ের ব্যবসা

ভোটের আগেই ৩২ প্রকল্প অনুমোদনের উদ্যোগ

ইনস্টিটিউশনাল জাকাত ব্যবস্থাপনায় আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘গিভিং গ্রেস ফাউন্ডেশন’

সঞ্চয়পত্র আগের সুদে বিক্রয় শুরু রোববার

সংকট জয় করে ইউসিবির নতুন দিগন্ত: রেকর্ড সাফল্যে রঙিন ‘ইউসিবি নাইট’

আকিজ বশির কেব্‌লসের আনুষ্ঠানিক যাত্রা শুরু

দেশের প্রথম সোশ্যাল বন্ডে মেটলাইফের ৫০ কোটি টাকা বিনিয়োগ