হোম > অর্থনীতি

দাম বাড়ছে বিদেশি পানির ফিল্টারের 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আগামী ২০২৪-২৫ অর্থবছরে বিদেশি পানির ফিল্টার বা পরিশোধন যন্ত্রের দাম বাড়ানোর প্রস্তাব করেছে সরকার। অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ করার সময় এ প্রস্তাব করেন।

ঢাকা ওয়াসার পানি পানযোগ্য নয়। তা অনেকে ফুটিয়ে পান করেন। অনেকে বাসায় পানি পরিশোধন যন্ত্র বা ফিল্টার বসিয়েছেন। তবে দেশে পানি পরিশোধন যন্ত্র উৎপাদিত হচ্ছে। এ অবস্থায় দেশীয় শিল্পের সুরক্ষার জন্য বিদেশি পানি পরিশোধন যন্ত্রের আমদানি শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।  

জাতীয় সংষদে বাজেট উত্থাপনকালে অর্থমন্ত্রী বলেন, দেশে বর্তমানে গৃহস্থালিতে ব্যবহারযোগ্য পানি পরিশোধন যন্ত্র উৎপাদিত হচ্ছে। এ অবস্থায় দেশীয় শিল্পের সুরক্ষার জন্য বিদেশি পানি পরিশোধন যন্ত্রের আমদানি শুল্ক ১০ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করা যেতে পারে। এতে পানির ফিল্টারের মোট করভার ৩৭ শতাংশ হবে।

আওয়ামী লীগ সরকারের টানা চতুর্থ মেয়াদে আজ ২০২৪-২৫ অর্থবছরে প্রস্তাবিত বাজেট পেশ করেন অর্থমন্ত্রী। এটি তার প্রথম বাজেট। নতুন অর্থবছরের প্রস্তাবিত সাত লাখ ৯৭ হাজার কোটি টাকা। এবারের বাজেট ঘাটতি দুই লাখ ৫৬ হাজার কোটি টাকা।

এই বাজেট বক্তব্যের শিরোনাম ‘সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকার’। আগামী ৩০ জুন বাজেট পাস হওয়ার কথা রয়েছে।

ইইউ-যুক্তরাষ্ট্রের বাইরে সম্ভাবনা জাপানে

এসএমই মেলায় ১৬ কোটি টাকার অর্ডার পেলেন উদ্যোক্তারা

আপেল, মাল্টা, কমলাসহ তাজা ফলের শুল্ক কমানোর সুপারিশ

নির্বাচনে ভোটার ও রাজনীতিবিদের নিরাপত্তা প্রশ্নের মুখে: দেবপ্রিয়

ক্রেতাদের হাতে উপহারের ফ্রিজ-টিভি হস্তান্তর করল ওয়ালটন

ভারতের ওপর কেন ৫০ শতাংশ শুল্ক দিল মেক্সিকো, নয়াদিল্লির ক্ষতি কতটা

হাদিকে হত্যাচেষ্টা: সন্দেহভাজন ফয়সালের ব্যাংক হিসাব জব্দ

ঢাকা চেম্বারের সেমিনার: বিদেশে চিকিৎসার ব্যয় বছরে ৫ বিলিয়ন ডলার

বছরের বড় হাটে দুই কোটি বেচাকেনা, ঊর্ধ্বমুখী দাম

ক্রেডিট কার্ডের ব্যবহার: বিদেশে বাংলাদেশিদের খরচ বাড়ল এক মাসেই ৫১ কোটি