হোম > অর্থনীতি

দাম বাড়ছে বিদেশি পানির ফিল্টারের 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আগামী ২০২৪-২৫ অর্থবছরে বিদেশি পানির ফিল্টার বা পরিশোধন যন্ত্রের দাম বাড়ানোর প্রস্তাব করেছে সরকার। অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ করার সময় এ প্রস্তাব করেন।

ঢাকা ওয়াসার পানি পানযোগ্য নয়। তা অনেকে ফুটিয়ে পান করেন। অনেকে বাসায় পানি পরিশোধন যন্ত্র বা ফিল্টার বসিয়েছেন। তবে দেশে পানি পরিশোধন যন্ত্র উৎপাদিত হচ্ছে। এ অবস্থায় দেশীয় শিল্পের সুরক্ষার জন্য বিদেশি পানি পরিশোধন যন্ত্রের আমদানি শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।  

জাতীয় সংষদে বাজেট উত্থাপনকালে অর্থমন্ত্রী বলেন, দেশে বর্তমানে গৃহস্থালিতে ব্যবহারযোগ্য পানি পরিশোধন যন্ত্র উৎপাদিত হচ্ছে। এ অবস্থায় দেশীয় শিল্পের সুরক্ষার জন্য বিদেশি পানি পরিশোধন যন্ত্রের আমদানি শুল্ক ১০ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করা যেতে পারে। এতে পানির ফিল্টারের মোট করভার ৩৭ শতাংশ হবে।

আওয়ামী লীগ সরকারের টানা চতুর্থ মেয়াদে আজ ২০২৪-২৫ অর্থবছরে প্রস্তাবিত বাজেট পেশ করেন অর্থমন্ত্রী। এটি তার প্রথম বাজেট। নতুন অর্থবছরের প্রস্তাবিত সাত লাখ ৯৭ হাজার কোটি টাকা। এবারের বাজেট ঘাটতি দুই লাখ ৫৬ হাজার কোটি টাকা।

এই বাজেট বক্তব্যের শিরোনাম ‘সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকার’। আগামী ৩০ জুন বাজেট পাস হওয়ার কথা রয়েছে।

আমানত টানতে শুরুতেই আগ্রাসী মুনাফা দেওয়ার পরিকল্পনা

এলপিজি ও নিত্যপণ্যের দামে নৈরাজ্য: সিন্ডিকেট ঠেকাতে ক্যাবের ৭ দফা দাবি

ব্যবসায়ীরা বাদ, বাংলাদেশসহ প্রতিবেশী দেশে সরাসরি কয়লা বেচবে ভারত

ডিসেম্বরেই ভ্যাট নিবন্ধন ১ লাখ ৩১ হাজার

সিএমজেএফের সভাপতি মনির হোসেন, সম্পাদক আহসান হাবিব

শিপিং এজেন্ট লাইসেন্স নিতে লাগবে না এনবিআরের পূর্বানুমোদন

খালেদা জিয়ার কবরে বিজিএমইএর শ্রদ্ধা

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন: হুন্ডি নিয়ন্ত্রণে রেমিট্যান্সে জোয়ার

ঊর্ধ্বমুখী সূচকে নতুন বছরের শুরু

গ্যাস-সংকট: এবার ভোক্তার পকেট কাটছেন এলপিজি সিলিন্ডার ব্যবসায়ীরা