হোম > অর্থনীতি

দাম বাড়ছে বিদেশি পানির ফিল্টারের 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আগামী ২০২৪-২৫ অর্থবছরে বিদেশি পানির ফিল্টার বা পরিশোধন যন্ত্রের দাম বাড়ানোর প্রস্তাব করেছে সরকার। অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ করার সময় এ প্রস্তাব করেন।

ঢাকা ওয়াসার পানি পানযোগ্য নয়। তা অনেকে ফুটিয়ে পান করেন। অনেকে বাসায় পানি পরিশোধন যন্ত্র বা ফিল্টার বসিয়েছেন। তবে দেশে পানি পরিশোধন যন্ত্র উৎপাদিত হচ্ছে। এ অবস্থায় দেশীয় শিল্পের সুরক্ষার জন্য বিদেশি পানি পরিশোধন যন্ত্রের আমদানি শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।  

জাতীয় সংষদে বাজেট উত্থাপনকালে অর্থমন্ত্রী বলেন, দেশে বর্তমানে গৃহস্থালিতে ব্যবহারযোগ্য পানি পরিশোধন যন্ত্র উৎপাদিত হচ্ছে। এ অবস্থায় দেশীয় শিল্পের সুরক্ষার জন্য বিদেশি পানি পরিশোধন যন্ত্রের আমদানি শুল্ক ১০ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করা যেতে পারে। এতে পানির ফিল্টারের মোট করভার ৩৭ শতাংশ হবে।

আওয়ামী লীগ সরকারের টানা চতুর্থ মেয়াদে আজ ২০২৪-২৫ অর্থবছরে প্রস্তাবিত বাজেট পেশ করেন অর্থমন্ত্রী। এটি তার প্রথম বাজেট। নতুন অর্থবছরের প্রস্তাবিত সাত লাখ ৯৭ হাজার কোটি টাকা। এবারের বাজেট ঘাটতি দুই লাখ ৫৬ হাজার কোটি টাকা।

এই বাজেট বক্তব্যের শিরোনাম ‘সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকার’। আগামী ৩০ জুন বাজেট পাস হওয়ার কথা রয়েছে।

গভর্নরের মুখের কথায় ‘হ্যাঁ’ ভোটে সিএসআরের টাকা ঢালতে অস্বস্তি, প্রজ্ঞাপন চান ব্যাংকাররা

বেসরকারি পরিচালনায় পানগাঁও কনটেইনার টার্মিনালের কার্যক্রম ফের শুরু

ডালে ৩০ শতাংশ শুল্ক দিয়ে প্রতিশোধ নিয়েছেন মোদি, টেরই পাননি ট্রাম্প

সৌদি আরবে স্বর্ণের বিশাল ভান্ডার, নতুন করে ২ লাখ ২১ হাজার কেজির সন্ধান

চীনের সঙ্গে বাণিজ্য চুক্তি: মার্কিন বলয় থেকে কেন বেরোতে চায় কানাডা

স্কয়ার ফার্মার ১০ লাখ শেয়ার কিনবেন রত্না পাত্র

ভেনামি চিংড়ির পোনা আমদানি স্থগিত

বন্ধ ও লভ্যাংশহীন কোম্পানির জন্য হচ্ছে ‘আর’ ক্যাটাগরি

পাঁচ ঝুঁকিতে বাংলাদেশের অর্থনীতি

বাংলাদেশ-নেপাল বাণিজ্য চুক্তি চূড়ান্তের পথে