হোম > অর্থনীতি

নিরপেক্ষতা নিশ্চিতে ব্যর্থ মুডি’সকে ৪৩ লাখ ডলার জরিমানা

বিধি লঙ্ঘনের দায়ে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ঋণমান সংস্থা (ক্রেডিট রেটিং এজেন্সি) মুডি’সকে ৩৭ লাখ ইউরো (৪৩ লাখ ডলার) জরিমানা করেছে ইউরোপীয় ইউনিয়ন। 

আজ মঙ্গলবার বাজার পর্যবেক্ষক সংস্থা ইউরোপিয়ান সিকিউরিটিজ অ্যান্ড মার্কেট কর্তৃপক্ষের পক্ষ থেকে এতথ্য জানানো হয়।  

ইউরোপিয়ান সিকিউরিটিজ অ্যান্ড মার্কেট কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থাটি ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, ইতালি এবং স্পেনে স্বার্থের সংঘাতের বিধি লঙ্ঘন করেছে।

বিধিলঙ্ঘনের মধ্যে একটি হলো, নিজেদের ১০ শতাংশ বা তার চেয়ে বেশি শেয়ার আছে এমন কোম্পানিরও রেটিং দিয়েছে মুডি’স। কোম্পানি আইন অনুযায়ী, কোনো কোম্পানির বোর্ড সদস্য হতে ১০ শতাংশ বা তার বেশি শেয়ার থাকতে হয়।

অন্যান্য বিধিলঙ্ঘনের মধ্যে রয়েছে শেয়ারহোল্ডারদের স্বার্থের সঙ্ঘাত মোকাবেলায় অভ্যন্তরীণ নীতির দুর্বলতা ও প্রক্রিয়াগত অদক্ষতা এবং স্বার্থের সঙ্ঘাত সংশ্লিষ্ট বিষয়াদী প্রকাশে মুডি’সের ব্যর্থতা।

একটি বিবৃতিতে ইউরোপের নিয়ন্ত্রক সংস্থাটি বলেছে, মুডি’সের অবহেলার কারণে এসব বিধিলঙ্ঘনের ঘটনা ঘটেছে।

সূত্র: এএফপি

বন্ধ সব পোশাক কারখানা, ব্যবসায়ী সংগঠনগুলোর শোক

স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল: আড়াই কোটি টাকা আত্মসাতে পাঁচজনের বিরুদ্ধে মামলা

ইসলামী ব্যাংকের শরিয়াহ সুপারভাইজরি কাউন্সিলের সভা অনুষ্ঠিত

যশোরের খেজুর রস: লক্ষ্য ১২০ কোটি টাকার গুড় উৎপাদন

ইসলামি ১০ ও সরকারি ৬ ব্যাংক: ঋণের অর্ধেকের বেশি অনাদায়ি

ছয় মাসে ৩ বিলিয়ন মার্কিন ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক

এনবিআর কর্মকর্তার নাম ভাঙিয়ে টাকা দাবি, সতর্কবার্তা

যুক্তরাষ্ট্র থেকে এল আরও ৫৭ হাজার টন গম

চট্টগ্রামে ওয়ালটন পণ্যের ক্রেতাদের হাতে উপহার হস্তান্তর

অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল আরও এক মাস