হোম > অর্থনীতি

সংস্কৃতি খাতের চার মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ বাড়ল ৪৫ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

২০২৫-২৬ অর্থবছরের বাজেটে সংস্কৃতি খাতে বরাদ্দ বেড়েছে। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ প্রস্তাব করা হয়েছে ৮২৪ কোটি টাকা। এর মধ্যে পরিচালন ব্যয় ৪৮৭ কোটি এবং উন্নয়ন ব্যয় রয়েছে ৩৩৭ কোটি টাকা।

চলতি ২০২৪-২৫ অর্থবছরে বাজেট বরাদ্দ ছিল ৭৭৯ কোটি টাকা। সংশোধিত বাজেট ছিল ৭২৪ কোটি টাকা। গত বাজেটের তুলনায় ৪৫ কোটি টাকা বাড়ানো হয়েছে।

আজ অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ ২০২৫-২৬ অর্থবছরের বাজেট বরাদ্দ প্রস্তাব করেন। এবারের বাজেটের আকার ধরা হয়েছে ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা।

বিনোদন, সংস্কৃতি ও ধর্ম খাতে মোট বাজেটের শূন্য দশমিক ৮ শতাংশ বরাদ্দ দেওয়া হয়েছে। এই খাতের অধীনে রয়েছে চারটি মন্ত্রণালয়—তথ্য ও সম্প্রচার, সংস্কৃতি, ধর্ম এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। এই চার মন্ত্রণালয়ের মোট বরাদ্দ ৬ হাজার ৫৪০ কোটি টাকা, যা বাজেটের ১ শতাংশের কম।

যদিও মোট বাজেটের ১ শতাংশ বরাদ্দের দাবি জানিয়েছিলেন দেশের সংস্কৃতি খাতের ব্যক্তিরা। তাঁরা জানান, বাজেটে সংস্কৃতি খাত সবচেয়ে উপেক্ষিত থাকে। শিল্পীরা থাকেন বঞ্চিত ও অবহেলিত। অথচ দেশ ও রাষ্ট্রের গঠনে সংস্কৃতির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁরা দেশে সংস্কৃতিচর্চার সুষ্ঠু বিকাশের ধারাবাহিকতা অব্যাহত রাখতে জাতীয় বাজেটের ১ শতাংশ সংস্কৃতি খাতে বরাদ্দের দাবি করেছিলেন।

সোনার দাম ভরিতে ১৪৭০ টাকা বাড়ল

শেভরনের সহায়তায় সিলেটে ৬০ প্রতিবন্ধী ব্যক্তির স্বাভাবিক জীবনে ফেরা

আরও ১৪ কোটি ১৫ লাখ ডলার কিনল কেন্দ্রীয় ব্যাংক

দিনে ১৭২৫০ টন পেঁয়াজ আমদানির অনুমতি দিল সরকার

ভারত থেকে ৫০ হাজার টন চাল কিনবে সরকার

এখন থেকে মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে নগদে

তৈরি পোশাক রপ্তানি: ইইউ-যুক্তরাষ্ট্রের বাইরে সম্ভাবনা জাপানে

এসএমই মেলায় ১৬ কোটি টাকার অর্ডার পেলেন উদ্যোক্তারা

আপেল, মাল্টা, কমলাসহ তাজা ফলের শুল্ক কমানোর সুপারিশ

নির্বাচনে ভোটার ও রাজনীতিবিদের নিরাপত্তা প্রশ্নের মুখে: দেবপ্রিয়