হোম > অর্থনীতি

দুই মিউচুয়াল ফান্ড ও ট্রাস্টির কার্যক্রম তদন্ত করবে বিএসইসি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পুঁজিবাজারে তালিকাভুক্ত দুটি মিউচুয়াল ফান্ড এবং ট্রাস্টি ও কাস্টোডিয়ান প্রতিষ্ঠানের অনিয়ম তদন্ত করবে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আজ সোমবার এ লক্ষ্যে তিন সদস্যের কমিটি গঠন করে এ সংক্রান্ত আদেশ জারি করেছে প্রতিষ্ঠানটি।

বিএসইসির তদন্ত আদেশে সই করেছেন সংস্থার ইন্সপেকশন, ইনকোয়ারি অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগের পরিচালক মো. মাহমুদুল হক। আদেশ জারি থেকে আগামী ৬০ কর্মদিবসের মধ্যে তদন্ত শেষ করে প্রতিবেদন দাখিলের জন্য বলা হয়েছে।

তদন্ত কমিটির সদস্যরা হলেন—বিএসইসির অতিরিক্ত পরিচালক মোহাম্মদ এমদাদুল হক, উপপরিচালক মো. রফিকুন্নবী এবং সহকারী পরিচালক মো. শাকিল আহমেদ।

ইনভেস্টএশিয়া ক্যাপিটাল অ্যান্ড অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনায় পরিচালিত মিউচুয়াল ফান্ড দুটি হলো ইনভেস্টএশিয়া গ্রোথ ফান্ড এবং ইনভেস্টএশিয়া ব্যালান্সড ইউনিট ফান্ড। এদের ট্রাস্ট ও কাস্টোডিয়ান হিসেবে রয়েছে সেন্টিনেল ট্রাস্টি এবং কাস্টোডিয়াল সার্ভিসেস লিমিটেড।

বিএসইসির জারি করা আদেশে বলা হয়েছে, ইনভেস্টএশিয়া ক্যাপিটাল অ্যান্ড অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনার অধীনে পরিচালিত ইনভেস্টএশিয়া গ্রোথ ফান্ড এবং ইনভেস্টএশিয়া ব্যালান্সড ইউনিট ফান্ড। পুঁজিবাজার এবং সাধারণ বিনিয়োগকারীদের বৃহত্তর স্বার্থে এ ফান্ড দুটির তদন্ত করা প্রয়োজন।

আদেশে আরও বলা হয়েছে, তদন্ত কমিটি মিউচুয়াল ফান্ডগুলোর যে কোনো একটি থেকে কোনো সিকিউরিটিজে বেআইনি বিনিয়োগ করা হয়েছে কি না, দুটি মিউচুয়াল ফান্ডের সংশ্লিষ্ট ট্রাস্ট ডিডের প্রাসঙ্গিক ধারা বা ধারাগুলোর পঞ্চম তফসিল লঙ্ঘন করেছেন কি না, মিউচুয়াল ফান্ডের মেয়াদে ইনভেস্টএশিয়া ক্যাপিটাল অ্যান্ড অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের এমডি বা সিইওসহ মূল ব্যবস্থাপনার কর্মীদের কোনো বেআইনি কার্যকলাপ আছে কি না, সেগুলো পর্যালোচনা করবে।

এ ছাড়াও অ্যাসেট ম্যানেজার, ট্রাস্টি, তত্ত্বাবধায়ক এবং মিউচুয়াল ফান্ডগুলোর সঙ্গে সংশ্লিষ্ট যে কেউ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন মিউচুয়াল ফান্ড আইনমালা, ২০০১-এর বিসি ৪১-এর কোনো লঙ্ঘন করেছে কি না, স্বতন্ত্র বহিরাগত নিরীক্ষক, ট্রাস্টি এবং কাস্টোডিয়ানের ভূমিকা এবং অনুসন্ধানের সমর্থনে প্রাসঙ্গিক নথি সংগ্রহ করতে বলা হয়েছে।

মন্ত্রণালয় অনুমোদন দিতে পারবে ৫০ কোটির প্রকল্প

শুল্কের কারণে আমদানি কমাচ্ছেন মার্কিন ক্রেতারা

সব রেকর্ড ভেঙে সোনার ভরি ২ লাখ ৩২ হাজার

সংকট কাটাতে বাকিতে এলপিজি আমদানির সুযোগ

জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর পুনঃস্থাপন

শীতার্ত মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানালেন অ্যাডভোকেট এলিনা খান

ভোটের আগে অর্থনীতিকে তুলনামূলক স্থিতিশীল অবস্থানে রেখে যাচ্ছেন ড. ইউনূস

কবি ও চিন্তক ফয়েজ আলমের ৫৮তম জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জ্ঞাপন

সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ১০ হাজার কোটি টাকা ঋণ নিয়ে সুকুক বন্ড ছাড়ছে সরকার

‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারে এনজিওগুলোকে ব্যাংকের সিএসআরের অর্থ দেওয়ার নির্দেশ গভর্নরের