হোম > অর্থনীতি

পুঁজিবাজার সংশ্লিষ্ট ১৫ ব্যক্তি এমপি হলেন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশের পুঁজিবাজারে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত ১৫ জন সুপরিচিত ও স্বনামধন্য ব্যক্তি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তাঁদের বিজয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু পরিচালনা পর্ষদের পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছেন। গতকাল বুধবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ডিএসই।

সংসদে নির্বাচিত পুঁজিবাজারের প্রতিনিধিরা হলেন বেক্সিমকো সিকিউরিটিজের চেয়ারম্যান সালমান এফ রহমান, বিডি সানলাইফ সিকিউরিটিজের শেয়ারহোল্ডার জাহিদ মালেক, এইচআর সিকিউরিটিজ অ্যান্ড ইনভেস্টমেন্টের পরিচালক সাবের হোসেন চৌধুরী, শাহজালাল ইসলামী ব্যাংক সিকিউরিটিজের শেয়ারহোল্ডার এ কে আজাদ, এআরসি সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক আবদুর রহমান, মোনা ফাইন্যান্সিয়াল কনসালট্যান্সি অ্যান্ড সিকিউরিটিজের চেয়ারম্যান আহসানুল ইসলাম, ট্রেজারার সিকিউরিটিজের চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদী, ট্রাস্টি সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক সিরাজুল ইসলাম মোল্লা, মণ্ডল সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মমিন মণ্ডল, বিএনবি সিকিউরিটিজের পরিচালক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, আরএকে ক্যাপিটালের পরিচালক এস এ কে একরামুজ্জামান, আনোয়ার খান মডার্ন সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেইন খান, স্নিগ্ধা ইকুইটিজের পরিচালক নিজাম উদ্দিন হাজারী, অগ্রণী ইনস্যুরেন্স সিকিউরিটিজের পরিচালক এইচ এম ইব্রাহিম এবং মোনার্ক হোল্ডিংসের পরিচালক সাকিব আল হাসান।

ডিএসইর চেয়ারম্যান বলেন, ‘আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, পুঁজিবাজারের অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিত্ব হিসেবে তাঁরা আগামী দিনগুলোতে পুঁজিবাজারের উন্নয়নে অধিকতর ভূমিকা রাখবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুঁজিবাজারবান্ধব ব্যক্তিত্ব। পুঁজিবাজারের সহযোগিতায় হাত বাড়িয়ে দিয়েছেন, ভবিষ্যতেও তাঁর এই সহযোগিতা অব্যাহত থাকবে বলে আমি আশা করি।’

ঋণের অর্ধেকের বেশি অনাদায়ি

ছয় মাসে ৩ বিলিয়ন মার্কিন ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক

এনবিআর কর্মকর্তার নাম ভাঙিয়ে টাকা দাবি, সতর্কবার্তা

যুক্তরাষ্ট্র থেকে এল আরও ৫৭ হাজার টন গম

চট্টগ্রামে ওয়ালটন পণ্যের ক্রেতাদের হাতে উপহার হস্তান্তর

অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল আরও এক মাস

তুলা গবেষণা কেন্দ্রের ফুটি কার্পাসে নতুন সম্ভাবনা

১ জানুয়ারি কার্যকর: দেশের সব স্থলবন্দরের মাশুল বাড়ল ৫ শতাংশ

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর: ফসল ব্যবস্থাপনায় উত্তরের চার জেলায় কৃষির নতুন প্রকল্প

বিশেষ ট্রাইব্যুনাল যেন গুদামঘর