হোম > অর্থনীতি

পদ্মা অয়েল-এনবিআর দ্বন্দ্ব: শিগগির কাটছে না ১৪০০ কোটি টাকার ভ্যাট জটিলতা

১ হাজার ৪০০ কোটি টাকার ভ্যাট জটিলতা নিরসনে পদ্মা অয়েল ও চট্টগ্রাম ভ্যাট কমিশনারেটের কেউই ছাড় দিতে রাজি নয়। উভয় প্রতিষ্ঠানই নিজ নিজ অবস্থানে অনড় রয়েছে। ফলে এনবিআরের সঙ্গে উভয় পক্ষের বৈঠকটি কোনো সমাধান ছাড়াই শেষ হয়েছে। জাতীয় স্বার্থে স্পর্শকাতর হওয়ায় ভ্যাট কমিশনারেটও শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে পদ্মা অয়েলের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজসহ অন্য কোনো পদক্ষেপও নিতে পারছে না।

জানা যায়, বিদেশি এয়ারলাইনসের কাছে জেট ফুয়েল বিক্রি করে তা রপ্তানি দেখিয়ে ভ্যাট দেওয়া থেকে বিরত রয়েছে পদ্মা অয়েল কোম্পানি। চট্টগ্রাম ভ্যাট কমিশনারেট একে ভ্যাট ফাঁকি হিসেবেই দেখছে। ২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত এ ফাঁকির পরিমাণ প্রায় ১ হাজার ৪০০ কোটি টাকা। ভ্যাটের এ বিপুল অঙ্কের টাকা আদায়ে চট্টগ্রাম ভ্যাট কমিশনারেট নানামুখী পদক্ষেপ নিলেও তাতে সাড়া দিচ্ছে না পদ্মা অয়েল। বিপিসির আওতাধীন এ সরকারি সংস্থাটি মনে করে তারা বিদেশি কোম্পানির কাছে জেট ফুয়েল রপ্তানি করেছে, তাই তার ভ্যাট হবে না। তবে রপ্তানির বিল ডলারে না নিয়ে টাকায় নেওয়ায় তাতে ভ্যাট প্রযোজ্য হয় বলে ভ্যাট দাবি করেছে চট্টগ্রাম ভ্যাট কমিশনারেট।

বিষয়টির সুরাহার জন্য উভয় পক্ষকে নিয়ে গত রোববার এনবিআরে একটি বৈঠকও হয়। এতে উভয় পক্ষই নিজ নিজ অবস্থানে অনড় থাকে বলে বৈঠক সূত্র নিশ্চিত করেছে। তবে কোনো প্রতিষ্ঠান সরকারের প্রযোজ্য রাজস্ব দিতে অপারগতা প্রকাশ করলে তা আদায়ে আইনি পদক্ষেপ নিতে পারে এনবিআর ও এর সহযোগী বিভাগগুলো।

রাজস্ব আদায়ে বড় ঘাটতি

আদালতের রায়ে ইতিহাস গড়লেন ইলন মাস্ক, সম্পদ ছাড়াল ৭০০ বিলিয়ন ডলার

পুঁজিবাজারে নথি জমা এখন এক ক্লিকে

দেশের প্রথম ‘ক্যাশলেস’ জেলা হতে যাচ্ছে কক্সবাজার

প্রগতি ইন্ডাস্ট্রিজের গ্র্যাচুইটি ফান্ড: কর্মকর্তার অবহেলায় ৬৫ লাখ টাকার ক্ষতি

বিসিআইয়ের সাধারণ সভা: ভ্যাট ও করকাঠামো যুক্তিসংগত করার দাবি

ব্যাংকিং খাতে সঞ্চিতির সংকট: সুরক্ষা ঝুঁকিতে গ্রাহকের আমানত

জেবিএস হোল্ডিংসের ফ্ল্যাট কিনলে বিশেষ ছাড় পাবেন প্রাইম ব্যাংকের গ্রাহকেরা

পুনরায় বিটিএমএর প্রেসিডেন্ট শওকত আজিজ রাসেল

খোলাবাজারে ডলারের দাম বেড়ে ১২৬ টাকা