হোম > অর্থনীতি

হাইকোর্টের রায়ে এফবিসিসিআইয়ে ফিরলেন চাকরিচ্যুত ২৬ জন

আজকের পত্রিকা ডেস্ক­

হাইকোর্টের রায়ে চাকরি ফিরে পেয়েছেন দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) থেকে চাকুরিচ্যুত ২৬ জন কর্মকর্তা-কর্মচারী। আজ বৃহস্পতিবার এফবিসিসিআইয়ের প্রশাসক মো. হাফিজুর রহমান বরাবর যোগদানপত্র জমা দেন তাঁরা।

চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীদের মিডিয়া সমন্বয়ক জাকারিয়া আল মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, যোগদানপত্রে কর্মকর্তা-কর্মচারিরা পদোন্নতিসহ এফবিসিসিআইতে পুনঃবহালের ব্যবস্থা গ্রহণ করার জন্য এফবিসিসিআইয়ের প্রশাসককে অনুরোধ জানিয়েছেন।

২০২০ সালে দেশে করোনা মহামারির সময়ে এফবিসিসিআইয়ের তৎকালীন প্রেসিডেন্ট শেখ ফজলে ফাহিম সংগঠনের ২৬ জন কর্মকর্তা-কর্মচারিকে পদত্যাগে বাধ্য করেন। প্রতিষ্ঠানের সার্ভিস রুলস-১৯৯০ অনুযায়ী তাঁদের পাওনা সার্ভিস বেনিফিট থেকে বঞ্চিত করেন।

এই পদক্ষেপের বিরুদ্ধে কোনোরকম আইনগত ব্যবস্থা গ্রহণ করা থেকে বিরত থাকার বিষয়েও তিনি বাধা দেন। এফবিসিসিআইয়ের পরবর্তী প্রেসিডেন্ট মো. জসিম উদ্দিন এবং মাহবুবুল আলমও তাদের পুনঃবহালের কোনো উদ্যোগ নেননি।

দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর ৬ নভেম্বর হাইকোর্ট ২৬ জন কর্মকর্তা-কর্মচারিকে চাকুরিতে পুনঃবহাল এবং তাদের যাবতীয় বেতন-ভাতাসহ সার্ভিস বেনিফিট প্রদান সংক্রান্ত আবেদন আগামী ১ মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছে। বাণিজ্য মন্ত্রনালয়ের সচিব, বাণিজ্য সংগঠনের মহাপরিচালক এবং এফবিসিসিআইয়ের প্রশাসককে এই নির্দেশনা দেওয়া হয়।

গভর্নরের মুখের কথায় ‘হ্যাঁ’ ভোটে সিএসআরের টাকা ঢালতে অস্বস্তি, প্রজ্ঞাপন চান ব্যাংকাররা

বেসরকারি পরিচালনায় পানগাঁও কনটেইনার টার্মিনালের কার্যক্রম ফের শুরু

ডালে ৩০ শতাংশ শুল্ক দিয়ে প্রতিশোধ নিয়েছেন মোদি, টেরই পাননি ট্রাম্প

সৌদি আরবে স্বর্ণের বিশাল ভান্ডার, নতুন করে ২ লাখ ২১ হাজার কেজির সন্ধান

চীনের সঙ্গে বাণিজ্য চুক্তি: মার্কিন বলয় থেকে কেন বেরোতে চায় কানাডা

স্কয়ার ফার্মার ১০ লাখ শেয়ার কিনবেন রত্না পাত্র

ভেনামি চিংড়ির পোনা আমদানি স্থগিত

বন্ধ ও লভ্যাংশহীন কোম্পানির জন্য হচ্ছে ‘আর’ ক্যাটাগরি

পাঁচ ঝুঁকিতে বাংলাদেশের অর্থনীতি

বাংলাদেশ-নেপাল বাণিজ্য চুক্তি চূড়ান্তের পথে