হোম > অর্থনীতি

বিপিএমএর নতুন সভাপতি বার্জার পেইন্টসের সিওও মহসিন হাবিব

বিপিএমএ’র নতুন সভাপতি বার্জার পেইন্টসের সিওও মহসিন হাবিব। ছবি: বিজ্ঞপ্তি

বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের চিফ অপারেটিং অফিসার (সিওও) ও ডিরেক্টর মহসিন হাবিব চৌধুরী বাংলাদেশ পেইন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের (বিপিএমএ) ২০২৪-২৫ কার্যকালের জন্য নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন। সম্প্রতি বিপিএমএর ৪৭তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) সংগঠনের নবনির্বাচিত এবং কার্যনির্বাহী কমিটির সব সদস্যের উপস্থিতিতে এ সিদ্ধান্তের ঘোষণা দেওয়া হয়।

নতুন নির্বাহী কমিটির সভাপতি হিসেবে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের চিফ অপারেটিং অফিসার (সিওও) ও ডিরেক্টর মো. মহসিন হাবিব চৌধুরী, সিনিয়র সহসভাপতি হিসেবে ইম্পেরিয়াল পেইন্টসের চেয়ারম্যান ডা. নুরুজ্জামান এবং সাধারণ সম্পাদক হিসেবে নিপ্পন পেন্টসের হেড অব প্ল্যান্ট অপারেশন অরুণ মিত্র দায়িত্বপ্রাপ্ত থাকবেন।

নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটিকে সহায়তার জন্য চার সদস্যের একটি উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে। উপদেষ্টা পরিষদে রয়েছেন বার্জার পেইন্টসের ব্যবস্থাপনা পরিচালক রূপালী চৌধুরী; এলিট পেইন্টসের ভাইস চেয়ারম্যান সেলিম আহমেদ; দ্য ব্রিটিশ পেইন্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও বি বি সাহা রায় এবং পাইলাক কেমিক্যালের ব্যবস্থাপনা পরিচালক শফিক উল্লাহ খান।

এজিএম চলাকালীন, ব্যতিক্রমী অবদান এবং দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে এই ইন্ডাস্ট্রিতে নতুন মাইলফলক স্থাপন করায় বিদায়ী কমিটির প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানানো হয়। পাশাপাশি তাদের এই উৎসর্গ ভবিষ্যতের কমিটির জন্য একটি দৃঢ় ভিত্তি স্থাপন করেছে যা কমিটির সাফল্য অব্যাহত রাখবে বলে আশা ব্যক্ত করা হয়।

আকাশপথে পণ্য পরিবহনে অফডক চান ব্যবসায়ীরা

আইএফআইসি ব্যাংকের পরিচালনা পর্ষদের জন্য মানি লন্ডারিং প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

বিএসআরএম স্টিলসের ২৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

রোজার আগে কমেছে খেজুরের আমদানি শুল্ক

২০১৭ সালের পর সবচেয়ে খারাপ অবস্থানে ডলার

মেট্রোরেলের টিকিটে ভ্যাট অব্যাহতির মেয়াদ বাড়ল

রাজধানীতে শুরু হয়েছে চার দিনের আবাসন মেলা

যুব কর্মসংস্থানে ১৮৩৯ কোটি টাকা ঋণ দেবে বিশ্বব্যাংক

রমজান উপলক্ষে খেজুর আমদানিতে ৪০ শতাংশ শুল্ক হ্রাস

বাড়ল মেট্রোরেলের টিকিটে ভ্যাট অব্যাহতির মেয়াদ