হোম > অর্থনীতি

মেডএক্সপোর ‘হসপিটালিটি পার্টনার’ হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকা

মেডএক্সপোর ‘হসপিটালিটি পার্টনার’ হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকা। ছবি: সংগৃহীত

আসন্ন ১০ম স্বাস্থ্যসেবা ও মেডিকেল সরঞ্জাম প্রদর্শনী ‘মেডএক্সপো ২০২৪ ’-এর ‘হসপিটালিটি পার্টনার’ হিসেবে যুক্ত হলো রাজধানীর শীর্ষস্থানীয় পাঁচ তারকা হোটেল-ইন্টারকন্টিনেন্টাল ঢাকা। প্রদর্শনীটির আয়োজন করছে স্বনামধন্য কমিউনিকেশনস ও ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান ট্রিউন গ্রুপ।

গতকাল বুধবার ইন্টারকন্টিনেন্টাল ঢাকা হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে এ বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেন হোটেলটির মহাব্যবস্থাপক অশ্বিনী নায়ার এবং ট্রিউন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কাজী ওয়াহিদুল আলম।

অশ্বিনী নায়ার তাঁর বক্তব্যে আশা প্রকাশ করেন যে, এই প্রদর্শনী থেকে দেশের মেডিকেল পেশাদার, স্বাস্থ্যসেবা খাতের উদ্যোক্তা এবং স্বাস্থ্যসেবা গ্রহণকারীরা বিশেষভাবে উপকৃত হবেন।

কাজী ওয়াহিদুল আলম জানান, আসন্ন মেডিকেল প্রদর্শনীটি স্বাস্থ্যসেবা খাতের বিভিন্ন স্টেকহোল্ডারদের জন্য সরাসরি যোগাযোগের একটি প্ল্যাটফর্ম হিসেবে ভূমিকা রাখবে। মেডএক্সপো ২০২৪ এ স্বাস্থ্যসেবা, মেডিকেল বিজ্ঞান ও প্রযুক্তি খাতে সর্বশেষ অগ্রগতি প্রদর্শিত হবে। সংশ্লিষ্ট ক্রেতা ও বিক্রেতারা উভয়েই এই প্রদর্শনী থেকে লাভবান হবেন।

আগামী ৬ নভেম্বর, বুধবার সকাল ১১টায় অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য খাত পুনর্গঠন কমিশনের চেয়ারম্যান জাতীয় অধ্যাপক এ. কে. আজাদ খান, মেডএক্সপো ২০২৪ এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

তিন দিনব্যাপী প্রদর্শনীটি ৬-৮ নভেম্বর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের রূপসী বাংলা গ্র্যান্ড বলরুমে অনুষ্ঠিত হবে। বাংলাদেশ, ভারত, থাইল্যান্ডের শীর্ষস্থানীয় হাসপাতাল, স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠান, মেডিকেল যন্ত্রপাতি প্রস্তুত ও সরবরাহকারী কোম্পানি তাদের সর্বশেষ স্টেট অব দা আর্ট পণ্য ও সেবা প্রদর্শন করবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনী সকলের জন্য উন্মুক্ত থাকবে।

আকাশপথে পণ্য পরিবহনে অফডক চান ব্যবসায়ীরা

আইএফআইসি ব্যাংকের পরিচালনা পর্ষদের জন্য মানি লন্ডারিং প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

বিএসআরএম স্টিলসের ২৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

রোজার আগে কমেছে খেজুরের আমদানি শুল্ক

২০১৭ সালের পর সবচেয়ে খারাপ অবস্থানে ডলার

মেট্রোরেলের টিকিটে ভ্যাট অব্যাহতির মেয়াদ বাড়ল

রাজধানীতে শুরু হয়েছে চার দিনের আবাসন মেলা

যুব কর্মসংস্থানে ১৮৩৯ কোটি টাকা ঋণ দেবে বিশ্বব্যাংক

রমজান উপলক্ষে খেজুর আমদানিতে ৪০ শতাংশ শুল্ক হ্রাস

বাড়ল মেট্রোরেলের টিকিটে ভ্যাট অব্যাহতির মেয়াদ