হোম > অর্থনীতি

দামে নড়চড়, তবু শান্ত ডলারের বাজার

জয়নাল আবেদীন খান, ঢাকা 

ছবি: সংগৃহীত

বাজারভিত্তিক বিনিময় হার চালুর পর মূল্য হঠাৎ বেড়ে যাওয়ার একটি শঙ্কা ছিল; তবে হয়েছে তার বিপরীত। সীমিত ওঠানামার মধ্যেও ব্যাংক ও খোলাবাজার—দুই স্তরেই লেনদেন বেশ স্থিতিশীল রয়েছে। নতুন ব্যবস্থার আগে যেখানে দর ছিল ১২২ টাকার ঘরে, সেখানে গত ১১ দিনে সর্বোচ্চ মূল্য বেড়েছে মাত্র ৮৯ পয়সা। এ সময় ব্যাংক পর্যায়ে লেনদেন হয়েছে ১২২ টাকা ৫০ পয়সা থেকে ১২২ টাকা ৮৯ পয়সার মধ্যে। এতে একদিকে হঠাৎ করে চাপ তৈরির আশঙ্কা প্রশমিত হয়েছে, অন্যদিকে আন্তব্যাংক লেনদেনেও ফিরেছে স্বাভাবিকতা। ফলে বাজারনির্ভর দরের ওপর আস্থা বাড়তে শুরু করেছে সংশ্লিষ্ট মহলে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত রোববার ব্যাংকগুলোর কেনাবেচার রেট ছিল ১২২ টাকা ৮০ পয়সা থেকে ১২২ টাকা ৮৯ পয়সা। গড় দর দাঁড়ায় ১২২ টাকা ৮৬ পয়সায়। তার আগের দিন শনিবার আন্তব্যাংক লেনদেন হয়েছে ৫০ দশমিক ২৫ মিলিয়ন ডলারের, যার গড় দর ছিল ১২২ টাকা ৭৭ পয়সা। আর বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ১১ মিলিয়ন ডলার—দর ছিল ১২২ টাকা ৫৪ পয়সা থেকে ১২২ টাকা ৬৪ পয়সা।

বিশ্বব্যাংকের ঢাকা অফিসের মুখ্য অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন বলেন, ‘ডলারের সরবরাহ বেড়েছে, বাজারে আতঙ্ক নেই। কেন্দ্রীয় ব্যাংক আর বাজারে হস্তক্ষেপ করছে না, ফলে দর নির্ধারিত হচ্ছে স্বাভাবিক চাহিদা ও জোগানের ভিত্তিতে। কারসাজির সুযোগ কমেছে, আর ডলার পাচারও কমছে। ফলে স্থিতিশীলতা দেখা যাচ্ছে।’

অন্যদিকে খোলাবাজারেও একই চিত্র। রোববার মানি চেঞ্জারদের ঘোষিত দর ছিল ১২৫ টাকা কেনা ও ১২৬ টাকা বিক্রি। তবে কার্যত ডলার কেনাবেচা হয়েছে ১২৫ টাকা ৫০ পয়সা থেকে ১২৫ টাকা ৮০ পয়সার মধ্যে। বাজার পর্যবেক্ষণ বলছে, ১৪ মে বাজারভিত্তিক দর ঘোষণার পর দুই দিনে দাম কিছুটা বাড়লেও নজরদারি জোরদার হওয়ায় তা নিয়ন্ত্রণে আসে।

মানি চেঞ্জার্স অ্যাসোসিয়েশনের মহাসচিব প্রকৌশলী গৌতম দে আজকের পত্রিকাকে বলেন, ‘বাজারে ডলারের দাম খুব বেশি ওঠানামা করেনি। রোববার বিক্রি হয়েছে প্রায় ১৩ হাজার ৬০০ ডলার, দর ছিল ১২৫ টাকা ৫০ পয়সা থেকে ১২৫ টাকা ৮০ পয়সা পর্যন্ত।’

বাজার স্বাভাবিক থাকার পেছনে ব্যাংকগুলোর মজুতও বড় ভূমিকা রাখছে। বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, বাণিজ্যিক ব্যাংকগুলোর হাতে রয়েছে প্রায় ৫ বিলিয়ন ডলার। সেই সঙ্গে গতকাল কেন্দ্রীয় ব্যাংকের রেফারেন্স রেট ছিল ১২২ দশমিক ৬৯৮৮ টাকা এবং ১২২ দশমিক ৫২৭৭ টাকা।

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান বলেন, ডলারের দাম কমেছে, মূল্যস্ফীতি কিছুটা নেমেছে। এখন ব্যাংকগুলোর হাতে পর্যাপ্ত ডলার রয়েছে, তাই বাজারও স্থিতিশীল আছে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, সারা দেশে ডলার নিয়ে কোনো অভিযোগ নেই। অল্প কিছু ওঠানামা থাকলেও বাজার স্থিতিশীলভাবে চলছে। কেন্দ্রীয় ব্যাংক হস্তক্ষেপ না করে বাজার পর্যবেক্ষণে রয়েছে।

অর্থনীতিবিদেরা বলছেন, বাজারভিত্তিক দরপত্রে জোগান ও চাহিদার ভারসাম্য ধরে রাখাই মূল চ্যালেঞ্জ। আপাতত তা বজায় থাকলেও দীর্ঘ মেয়াদে নজরদারির ঘাটতি হলে বাজারে অস্থিরতা ফেরার ঝুঁকি রয়ে যায়।

আস্থায় আমানত বাড়ছে ব্যাংকে

আট মেগা প্রকল্পের ব্যয়ে বড় ধরনের সংকোচন

বেনাপোল কাস্টমসে রাজস্ব ঘাটতি ১,০১৩ কোটি টাকা

তৃতীয় প্রান্তিকে বিদেশি বিনিয়োগ বেড়েছে ২০০ শতাংশ, বিডার তথ্য

স্টার্টআপ পুনঃ অর্থায়ন তহবিল বাস্তবায়নে কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে এনআরবি ব্যাংকের চুক্তি

বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্স কোম্পানির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ইসলামী ব্যাংকের এমক্যাশ রিব্র্যান্ডিং কার্যক্রম উদ্বোধন

আইসিএসবি ও আইসিএমএবি অ্যাওয়ার্ড অর্জনের সাফল্য উদ্‌যাপন করল ওয়ালটন

চার সমস্যার সমাধান চান অ্যাকসেসরিজ-প্যাকেজিং উদ্যোক্তারা

স্বাস্থ্যসেবায় ৪০ বছর উদ্‌যাপন করল অ্যারিস্টোফার্মা