বাজারে ডলার সরবরাহ বাড়াতে রপ্তানিকারকদের এক্সপোর্টার্স রিটেনশন কোটা (ইআরকিউ) হিসাবে বিশেষ ছাড় দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন নির্দেশনা অনুযায়ী রপ্তানিকারকদের হিসাবে বেঁধে দেওয়া সীমা অর্ধেকে নামানো হয়েছে। এখন থেকে রপ্তানিকারকদের হিসাবে আগের চেয়ে অর্ধেক ডলার রাখতে পারবেন। এতে বাকি অর্ধেক ডলার বাজারের লিকুইডিটি বাড়াতে সহযোগিতা করবে। গতকাল এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক।
নির্দেশনায় বলা হয়েছে, ওভেন পোশাকের মতো পণ্য, যেখানে অনেক বেশি কাঁচামাল আমদানি করতে হয়, সেখানে রপ্তানি আয়ের সর্বোচ্চ সাড়ে ৭ শতাংশ সংরক্ষণ করতে হবে, যা আগে ছিল ১৫ শতাংশ। প্রক্রিয়াজাত কৃষিপণ্যে রপ্তানিকারকেরা রপ্তানি আয়ের ৩০ শতাংশ ইআরকিউ হিসাবে রাখতে পারবেন, যা আগে ছিল ৬০ শতাংশ। তবে আইটি খাতের রপ্তানি আয়ের ৩৫ শতাংশ রাখতে হবে, যা আগে ছিল ৭০ শতাংশ।