হোম > অর্থনীতি

আরব আমিরাত যাচ্ছে দুই টাগবোট

চার বছর পর রপ্তানিতে ফিরল ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

সংযুক্ত আরব আমিরাতের মারওয়ান শিপিং কোম্পানির কাছে গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম বোট ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে ‘খালিদ’ ও ‘ঘায়া’ নামের টাগবোট দুটি হস্তান্তর করা হয়। ছবি: আজকের পত্রিকা

চার বছর পর আবারও রপ্তানিতে ফিরল দেশের অন্যতম জাহাজ নির্মাতা প্রতিষ্ঠান ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেড। সংযুক্ত আরব আমিরাতের মারওয়ান শিপিং কোম্পানির কাছে দুটি টাগবোট হস্তান্তরের মধ্য দিয়ে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিল প্রতিষ্ঠানটি।

গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম বোট ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে ‘খালিদ’ ও ‘ঘায়া’ নামের টাগবোট দুটি হস্তান্তর করা হয়। ওয়েস্টার্ন মেরিনের তথ্যমতে, খালিদ ৬৪ টন এবং ঘায়া ৮০ টন বোলার্ড পুল (একটি টাগাবোটের অন্য জাহাজকে টানার ক্ষমতা) ক্ষমতাসম্পন্ন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়নবিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী লে. জেনারেল (অব.) আব্দুল হাফিজ বলেন, বিশ্বে জাহাজ নির্মাণশিল্পের বাজার প্রায় ৪০০ বিলিয়ন ডলার। বাংলাদেশ যে ধরনের জাহাজ তৈরি করে, তার বাজারই প্রায় ২০০ বিলিয়ন ডলার। এই বাজারের মাত্র ১ শতাংশ দখল করতে পারলে বছরে ২ বিলিয়ন ডলার আয়ের সুযোগ তৈরি হতো। কিন্তু এই খাতে কাঙ্ক্ষিত বিনিয়োগ হয়নি। এখনই সময় দেশি ও বিদেশি বিনিয়োগ বাড়ানোর, সরকারকে বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে হবে।

ওয়েস্টার্ন মেরিনের ব্যবস্থাপনা পরিচালক ক্যাপ্টেন সোহেল হাসান বলেন, ২০২৩ সালে মারওয়ান শিপিংয়ের সঙ্গে আটটি জাহাজ নির্মাণের চুক্তি করে ওয়েস্টার্ন মেরিন। এর মধ্যে রয়েছে—২টি টাগবোট, ৪টি ল্যান্ডিং ক্রাফট ও ২টি অয়েল ট্যাংকার। এবারের রপ্তানি তারই অংশ।

চলতি বছরের জানুয়ারিতে একই প্রতিষ্ঠানের কাছে ‘রায়ান’ নামে একটি ল্যান্ডিং ক্রাফট হস্তান্তর করা হয়েছে। চুক্তির আওতায় বাকি পাঁচটি জাহাজ ২০২৫-২৬ অর্থবছরের মধ্যে হস্তান্তর করা হবে।

এ ছাড়া বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) জন্য নির্মিত দুটি যাত্রীবাহী জাহাজ ‘এমভি রুপসা’ ও ‘এমভি সুগন্ধা’ শিগগির হস্তান্তর করা হবে।

২০১০ থেকে ২০১৭ সালের মধ্যে ওয়েস্টার্ন মেরিন ৩১টি জাহাজ রপ্তানি করে। একই সময়ে দেশীয় গ্রাহকদের জন্য নির্মাণ করে আরও ৫০টির বেশি জলযান। তবে ২০১৯ সালের বৈশ্বিক মন্দা ও করোনা মহামারির ধাক্কায় রপ্তানি কার্যক্রমে স্থবিরতা নামে। ২০২০ সালে তারা সর্বশেষ দুটি বাল্ক ক্যারিয়ার জাহাজ রপ্তানি করেছিল।

গভর্নরের মুখের কথায় ‘হ্যাঁ’ ভোটে সিএসআরের টাকা ঢালতে অস্বস্তি, প্রজ্ঞাপন চান ব্যাংকাররা

বেসরকারি পরিচালনায় পানগাঁও কনটেইনার টার্মিনালের কার্যক্রম ফের শুরু

ডালে ৩০ শতাংশ শুল্ক দিয়ে প্রতিশোধ নিয়েছেন মোদি, টেরই পাননি ট্রাম্প

সৌদি আরবে স্বর্ণের বিশাল ভান্ডার, নতুন করে ২ লাখ ২১ হাজার কেজির সন্ধান

চীনের সঙ্গে বাণিজ্য চুক্তি: মার্কিন বলয় থেকে কেন বেরোতে চায় কানাডা

স্কয়ার ফার্মার ১০ লাখ শেয়ার কিনবেন রত্না পাত্র

ভেনামি চিংড়ির পোনা আমদানি স্থগিত

বন্ধ ও লভ্যাংশহীন কোম্পানির জন্য হচ্ছে ‘আর’ ক্যাটাগরি

পাঁচ ঝুঁকিতে বাংলাদেশের অর্থনীতি

বাংলাদেশ-নেপাল বাণিজ্য চুক্তি চূড়ান্তের পথে