হোম > অর্থনীতি

বৃষ্টির প্রভাবে খুলনায় পেঁয়াজের বাজারে উত্তাপ

খুলনা প্রতিনিধি

ঘূর্ণিঝড় জাওয়াদের কারণে তিন দিনের বৃষ্টির প্রভাব পড়েছে খুলনার পেঁয়াজের বাজারে। সেই সঙ্গে বৃদ্ধি পেয়েছে আলু, টমেটো, বেগুন, বরবটি, বাঁধাকপি, কাঁচা মরিচ, ধনেপাতা, ফুলকপিসহ সব ধরনের সবজির দাম। পেয়াঁজের দাম রীতিমতো কেজিতে বৃদ্ধি পেয়েছে ২৫ টাকা। বিক্রেতারা বলছেন, গেল সপ্তাহের শুরুতে টানা বৃষ্টির কারণে বিভিন্ন স্থানে সবজিখেত পানিতে তলিয়ে গেছে। খুলনার বাজারে পেঁয়াজ ও সবজি আসছে কম, আর তাই এই মূল্য বৃদ্ধি। 

আজ শুক্রবার খুলনার বিভিন্ন বাজারে গিয়ে দেখা যায় পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭৫ থেকে ৮০ টাকা। গত সপ্তাহের শুরুতে প্রতি কেজি পেঁয়াজের দাম ছিল ৫০ থেকে টাকা ৫৫ টাকা। 

নগরীর সোনাডাঙ্গার কেসিসি কাঁচাবাজারের পেঁয়াজ ব্যবসায়ী বাণিজ্য ভান্ডারের কর্ণধার আব্দুল মালেক জানান, এক সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম বেড়ে গেছে। দক্ষিণাঞ্চলের বড় মোকামে পুরোনো পেঁয়াজের আমদানি কম। যা আছে তা বেশি দাম দিয়ে ক্রয় করতে হচ্ছে। 

আব্দুল মালেক বলেন, পাইকারি বাজারে দেশি পুরোনো পেঁয়াজ প্রতি কেজি ৬২ থেকে ৬৫ টাকায় বিক্রি করছি। একই বাজারের জাকারিয়া ভান্ডারের মালিক চান মিয়া জানান, প্রতিদিন এই বাজারে ৫০০ বস্তা পেঁয়াজের চাহিদার বিপরীতে ৮০ বস্তা আসছে। সরবরাহে সংকট থাকায় দাম বেড়েছে। নতুন পেঁয়াজ বাজারে এখনো আসেনি। নতুন ফসল আমদানি হলে বাজার স্থিতিশীল হবে। 

এদিকে পেঁয়াজের মূল্য স্থিতিশীল রাখতে টিসিবি শুক্রবার ছাড়া প্রতিদিন রূপসা, খালিশপুর, দৌলতপুর ও ফুলবাড়ী গেট এলাকায় ট্রাকযোগে বিক্রি করছে। প্রতিটি পয়েন্টে প্রতিদিন ৪০০ কেজি করে বিক্রি করলেও খুচরা বাজারে এর প্রভাব পড়েনি। 

গতকাল খুলনার বাজারে বাঁধাকপি ৩০ টাকা, আলু ৪০ টাকা, লালশাক ৩০ টাকা, টমেটো ৮০ টাকা, বরবটি ৪০ টাকা, বেগুন ৪০ টাকা, কাঁচামরিচ ৬০ টাকা কেজি বিক্রি হয়েছে। অথচ গত সপ্তাহে বাঁধাকপি ২৫ টাকা, টমেটো ৭০, বেগুন ৩৫, বরবটি ৩৫, কাঁচা মরিচ ৫০ টাকায় বিক্রি হয়েছিল। 

এদিকে জেলা বাজার কর্মকর্তা আব্দুস সালাম তরফদার বলেন, গত সপ্তাহে টানা বৃষ্টিতে বিভিন্ন স্থানে সবজিখেত তলিয়ে গেছে। অনেক স্থানে সবজি নষ্ট হয়েছে, যে কারণে বেড়েছে দাম। তবে আগামী সপ্তাহ নাগাদ দাম কমতে পারে।

বিবিএসের জরিপ: দেশে পেঁয়াজ, ভুট্টা, সরিষা ও সবজির উৎপাদন বেড়েছে

বিপিআইয়ের সভাপতি মোশারফ হোসাইন চৌধুরী, মহাসচিব সাফির রহমান

ক্যাব ও বিএসটিআইয়ের মধ্যে সমঝোতা স্মারক সই

থ্রি-হুইলারের লাইসেন্স ও রুট পারমিটের নীতিমালা বাস্তবায়ন করলে অর্থনীতির গতি বাড়বে: সিপিডি

ইস্টার্ন ব্যাংক ডিজিটাল এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৫ জিতল নগদ

ঢাকায় চার দিনের আবাসন মেলার শুরু বুধবার

বাংলাদেশ ব্যাংকের বৈঠক: স্মার্টফোনে নগদ সহায়তা ইন্টারনেটে ছাড়ের প্রস্তাব

অর্থবছরের ৫ মাস: রাজস্ব আদায়ে বড় ঘাটতি

আদালতের রায়ে ইতিহাস গড়লেন ইলন মাস্ক, সম্পদ ছাড়াল ৭০০ বিলিয়ন ডলার

পুঁজিবাজারে নথি জমা এখন এক ক্লিকে